নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার ২১ ঘণ্টা পরেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে। ভোটসংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে—এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপে।
গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায়, অ্যাপটি তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না। দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের। অথচ নির্বাচনের পর প্রায় এক দিন পেরিয়ে যাচ্ছে, ভোট গণনাও শেষ। সব আসনের বিজয়ীর নামও জেনে গেছে সবাই। কিন্তু এখনো কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই তথ্য দিতে পারছে না অ্যাপ।
আজ সোমবার বেলা ১টায় দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের দুই ঘণ্টার, কোনো কেন্দ্রের চার ঘণ্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই এই অ্যাপে নেই।
রংপুর-৩ আসনের ভোটার সামসুন্ননাহার বলেন, ‘পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল, সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না।’
গত ১২ নভেম্বর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের আগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয়, সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে। অ্যাপের উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা।’
২১ কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি, তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। ঢাকা-১৯ আসনের ভোটার সাইমন ইসলাম বলেন, ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ বানিয়ে লাভ কী, তা দিয়ে যদি কাজই না হয়। স্মার্ট নামের আনস্মার্ট অ্যাপ এটা।
অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে গতকাল রোববার ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে অ্যাপ স্লো করে দিয়েছে।
স্মার্ট অ্যাপ প্রসঙ্গে আজ সোমবার ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৭ বছরের জন্য আমরা একটি প্রকল্প নিয়েছিলাম মনোনয়ন ফরম জমা এবং ভোটারদের তথ্য ও ভোটের হার জানার জন্য। এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। হ্যাকিংয়ের কারণে ভালোভাবে কাজ করেনি।’
তবে দুটি অ্যাপই সফল বলে দাবি করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার ২১ ঘণ্টা পরেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে। ভোটসংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে—এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপে।
গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায়, অ্যাপটি তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না। দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের। অথচ নির্বাচনের পর প্রায় এক দিন পেরিয়ে যাচ্ছে, ভোট গণনাও শেষ। সব আসনের বিজয়ীর নামও জেনে গেছে সবাই। কিন্তু এখনো কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই তথ্য দিতে পারছে না অ্যাপ।
আজ সোমবার বেলা ১টায় দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের দুই ঘণ্টার, কোনো কেন্দ্রের চার ঘণ্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই এই অ্যাপে নেই।
রংপুর-৩ আসনের ভোটার সামসুন্ননাহার বলেন, ‘পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল, সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না।’
গত ১২ নভেম্বর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের আগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয়, সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে। অ্যাপের উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা।’
২১ কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি, তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। ঢাকা-১৯ আসনের ভোটার সাইমন ইসলাম বলেন, ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ বানিয়ে লাভ কী, তা দিয়ে যদি কাজই না হয়। স্মার্ট নামের আনস্মার্ট অ্যাপ এটা।
অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে গতকাল রোববার ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে অ্যাপ স্লো করে দিয়েছে।
স্মার্ট অ্যাপ প্রসঙ্গে আজ সোমবার ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৭ বছরের জন্য আমরা একটি প্রকল্প নিয়েছিলাম মনোনয়ন ফরম জমা এবং ভোটারদের তথ্য ও ভোটের হার জানার জন্য। এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। হ্যাকিংয়ের কারণে ভালোভাবে কাজ করেনি।’
তবে দুটি অ্যাপই সফল বলে দাবি করেন তিনি।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫