কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও ভারত সীমান্ত শান্ত রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দিয়েছে দুই দেশের সরকার। আজ শুক্রবার নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক বৈঠক (ফরেন অফিস কনসালটেশন—এফওসি) এ তাগিদ দেওয়া হয়। ভারত বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে।
দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের মাসুদ বিন মোমেন ও ভারতের বিনয় মোহন কোয়াত্রা।
সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা, বাণিজ্য, আন্তযোগাযোগ, পানি ও জ্বালানি খাত, কনস্যুলার ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
সীমান্ত পরিস্থিতির আলোচনায় প্রাণঘাতী নয়, বিএসএফের এমন অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি পুরোপুরি কার্যকর করার ওপর বাংলাদেশ গুরুত্ব দিয়েছে বলে এক কর্মকর্তা জানান।
বেসরকারি হিসাবে, এ বছর ৯ নভেম্বর পর্যন্ত ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশের কমপক্ষে ২০ জন নাগরিক নিহত হয়েছেন।
মাসুদ বিন মোমেন তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগির চুক্তি সই ত্বরান্বিত করা, বাংলাদেশের রপ্তানি বাড়াতে ভারতের আরোপ করা বাধাগুলো সরিয়ে নেওয়া ও দুই দেশের মধ্যে নিত্যপণ্যের অবাধ সরবরাহ চালু রাখার প্রয়োজনীয়তার কথা বৈঠকে তুলে ধরেন।
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠানোর ক্ষেত্রে তিনি ভারতের সহযোগিতা চান।
বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ, ভারত ও আশপাশের অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জের দেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যে অঙ্গীকার করা হয়েছে, তা রক্ষা করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন।
এফওসিতে যোগ দিতে পররাষ্ট্রসচিব মোমেন গতকাল বৃহস্পতিবার দিল্লি যান। আগামী এফওসি ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু ঢাকায় দূতাবাস নেই এমন ৯০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দিল্লিতে পররাষ্ট্রসচিবের বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও দেশের রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রদূতদের জানাবেন তিনি।
পররাষ্ট্রসচিব মোমেনের আগামীকাল শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ ও ভারত সীমান্ত শান্ত রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দিয়েছে দুই দেশের সরকার। আজ শুক্রবার নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক বৈঠক (ফরেন অফিস কনসালটেশন—এফওসি) এ তাগিদ দেওয়া হয়। ভারত বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে।
দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের মাসুদ বিন মোমেন ও ভারতের বিনয় মোহন কোয়াত্রা।
সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা, বাণিজ্য, আন্তযোগাযোগ, পানি ও জ্বালানি খাত, কনস্যুলার ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
সীমান্ত পরিস্থিতির আলোচনায় প্রাণঘাতী নয়, বিএসএফের এমন অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি পুরোপুরি কার্যকর করার ওপর বাংলাদেশ গুরুত্ব দিয়েছে বলে এক কর্মকর্তা জানান।
বেসরকারি হিসাবে, এ বছর ৯ নভেম্বর পর্যন্ত ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশের কমপক্ষে ২০ জন নাগরিক নিহত হয়েছেন।
মাসুদ বিন মোমেন তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগির চুক্তি সই ত্বরান্বিত করা, বাংলাদেশের রপ্তানি বাড়াতে ভারতের আরোপ করা বাধাগুলো সরিয়ে নেওয়া ও দুই দেশের মধ্যে নিত্যপণ্যের অবাধ সরবরাহ চালু রাখার প্রয়োজনীয়তার কথা বৈঠকে তুলে ধরেন।
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠানোর ক্ষেত্রে তিনি ভারতের সহযোগিতা চান।
বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ, ভারত ও আশপাশের অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জের দেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যে অঙ্গীকার করা হয়েছে, তা রক্ষা করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন।
এফওসিতে যোগ দিতে পররাষ্ট্রসচিব মোমেন গতকাল বৃহস্পতিবার দিল্লি যান। আগামী এফওসি ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু ঢাকায় দূতাবাস নেই এমন ৯০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দিল্লিতে পররাষ্ট্রসচিবের বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও দেশের রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রদূতদের জানাবেন তিনি।
পররাষ্ট্রসচিব মোমেনের আগামীকাল শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৪ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৪ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৪ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৪ দিন আগে