নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য ও পণ্য সরবরাহ থাকায় রমজানে দাম বৃদ্ধির কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেছেন, ‘রোজায় আমাদের প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। যেটি আমাদের জন্য স্বস্তির বিষয়।’
আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরের যাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে পর্যালোচনামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
বিভিন্ন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, কয়েক বছরের তুলনায় এ বছরে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে বলে জানান তিনি। রোজায় নিত্যপণ্য মানুষের কাছে ঠিকমতো পৌঁছানোর সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। রোজায় ওএমএস চালু রাখার পাশাপাশি দুই ধাপে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানান তিনি। প্রতিবারই এক কোটি মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে বলে উল্লেখ করেন তিনি। এতে পাঁচ কোটি লোক উপকৃত হবে বলে মনে করেন তোফাজ্জল হোসেন মিয়া।
চিনির দাম স্বাভাবিক রাখতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, গত সপ্তাহে চিনির ডিউটি কমানো হয়েছে। ট্যারিফ ভ্যালুও তুলে নেওয়া হয়েছে। ফলে চিনির আমদানি বাড়বে। এতে চিনির দামে ইতিবাচক প্রভাব পড়বে।
এই বছর রোজার প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, ‘পর্যাপ্ত খাদ্যশস্য ও নিত্যপণ্য বাজারে আছে। সবাইকে বলব আতঙ্ক সৃষ্টি যেন কেউ না করে।একসঙ্গে অনেক জিনিস যেন কেউ না কেনে। যখন যা প্রয়োজন তা নিলে কারও কোনো সমস্যা হবে না। আমরা খুব ভালোভাবে রোজা ও ঈদ উদ্যাপন করতে পারব।’
এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, ‘এবার পণ্যমূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ, আমাদের যথেষ্ট মজুত রয়েছে।’ পণ্য পরিবহনের ক্ষেত্রে বাধার সৃষ্টি না হতে সংশ্লিষ্ট সব প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। কেউ যাতে মজুতদারি করতে না পারে, সেটার জন্য কড়া নজরদারি রাখা হয়েছে।
স্থানীয়ভাবে কেউ সমস্যা সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেন, যাঁরা রোজার সময় মজুত করার চেষ্টা করবেন। মানুষকে দুর্ভোগে ফেলার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রমজানে বিদ্যুৎ সরবরাহ নিয়ে মুখ্য সচিব বলেন, এখন যে স্বাভাবিক অবস্থা রয়েছে। ঠিক তেমনি রমজানেও স্বাভাবিক অবস্থা থাকবে। ওই সময়ে কৃষি ক্ষেত্রে সেচের জন্য বিদ্যুতের ব্যবহার আছে। সাহ্রি এবং ইফতারের সময় বিদ্যুতের কোনো ঘাটতি না হয় তাই রাত ১১টার পর থেকে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। রেলওয়ের টিকিটের বিষয়ে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, তাদের ব্যবস্থাপনাকে আরও অনেক বেশি উন্নত করতে হবে। তাদের অনলাইনে টিকিট বিক্রি সঠিকভাবে করতে হবে। অনলাইনের বাইরে যে টিকিট বিক্রি হয়, সেটার জন্য অনেক বেশি কাউন্টার, সারা ঢাকা শহরে ছড়িয়ে দিয়ে এ টিকিট ব্যবস্থাপনা যাতে করে—সেই বিষয়ে তাদের বলে দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ।
বাজারে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য ও পণ্য সরবরাহ থাকায় রমজানে দাম বৃদ্ধির কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেছেন, ‘রোজায় আমাদের প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। যেটি আমাদের জন্য স্বস্তির বিষয়।’
আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরের যাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে পর্যালোচনামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
বিভিন্ন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, কয়েক বছরের তুলনায় এ বছরে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে বলে জানান তিনি। রোজায় নিত্যপণ্য মানুষের কাছে ঠিকমতো পৌঁছানোর সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। রোজায় ওএমএস চালু রাখার পাশাপাশি দুই ধাপে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানান তিনি। প্রতিবারই এক কোটি মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে বলে উল্লেখ করেন তিনি। এতে পাঁচ কোটি লোক উপকৃত হবে বলে মনে করেন তোফাজ্জল হোসেন মিয়া।
চিনির দাম স্বাভাবিক রাখতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, গত সপ্তাহে চিনির ডিউটি কমানো হয়েছে। ট্যারিফ ভ্যালুও তুলে নেওয়া হয়েছে। ফলে চিনির আমদানি বাড়বে। এতে চিনির দামে ইতিবাচক প্রভাব পড়বে।
এই বছর রোজার প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, ‘পর্যাপ্ত খাদ্যশস্য ও নিত্যপণ্য বাজারে আছে। সবাইকে বলব আতঙ্ক সৃষ্টি যেন কেউ না করে।একসঙ্গে অনেক জিনিস যেন কেউ না কেনে। যখন যা প্রয়োজন তা নিলে কারও কোনো সমস্যা হবে না। আমরা খুব ভালোভাবে রোজা ও ঈদ উদ্যাপন করতে পারব।’
এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, ‘এবার পণ্যমূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ, আমাদের যথেষ্ট মজুত রয়েছে।’ পণ্য পরিবহনের ক্ষেত্রে বাধার সৃষ্টি না হতে সংশ্লিষ্ট সব প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। কেউ যাতে মজুতদারি করতে না পারে, সেটার জন্য কড়া নজরদারি রাখা হয়েছে।
স্থানীয়ভাবে কেউ সমস্যা সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেন, যাঁরা রোজার সময় মজুত করার চেষ্টা করবেন। মানুষকে দুর্ভোগে ফেলার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রমজানে বিদ্যুৎ সরবরাহ নিয়ে মুখ্য সচিব বলেন, এখন যে স্বাভাবিক অবস্থা রয়েছে। ঠিক তেমনি রমজানেও স্বাভাবিক অবস্থা থাকবে। ওই সময়ে কৃষি ক্ষেত্রে সেচের জন্য বিদ্যুতের ব্যবহার আছে। সাহ্রি এবং ইফতারের সময় বিদ্যুতের কোনো ঘাটতি না হয় তাই রাত ১১টার পর থেকে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। রেলওয়ের টিকিটের বিষয়ে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, তাদের ব্যবস্থাপনাকে আরও অনেক বেশি উন্নত করতে হবে। তাদের অনলাইনে টিকিট বিক্রি সঠিকভাবে করতে হবে। অনলাইনের বাইরে যে টিকিট বিক্রি হয়, সেটার জন্য অনেক বেশি কাউন্টার, সারা ঢাকা শহরে ছড়িয়ে দিয়ে এ টিকিট ব্যবস্থাপনা যাতে করে—সেই বিষয়ে তাদের বলে দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫