নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানের ভাবমূর্তি যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ শনিবার বলাকা ভবন প্রাঙ্গণে বিমানের সুবর্ণজয়ন্তী উদ্যাপনকে সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করার সময় বিমান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
মাহবুব আলী বলেন, যাত্রী সেবার মান নিশ্চিত করতে বিমানের প্রতিটি বিভাগকে কাজ করতে হবে। সেবার মান ও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে কোনো আপস করা যাবে না। যাত্রীসেবার সঙ্গে বিমানের ভাবমূর্তি জড়িত রয়েছে। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিমানের সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত। যারা বিমানের ক্ষতি করার চেষ্টা করবেন। যাদের কারণে যাত্রীসেবা বিঘ্নিত হবে, শিডিউল বিপর্যয় হবে, তাদের শাস্তি ভোগ করতে হবে। যারা বিমানের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। কঠোর পরিণতি ভোগ করতে হবে।
বিমানকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিষ্ঠা করেছিলেন। দেশের এভিয়েশন খাতে বিমান পথপ্রদর্শক। প্রতিষ্ঠার ৪৯ বছরে নানা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উড়োজাহাজ সংস্থাটি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানকে নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে বিমানের রুট বাড়ানো হচ্ছে। বিমানে যুক্ত হচ্ছে নতুন নতুন উড়োজাহাজ বহর। আমাদের লক্ষ্য গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আরও বেশিসংখ্যক মানুষকে সেবার আওতায় আনা। মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত করা। আগে বিমানের টিকিট ও যাত্রীসেবার মান নিয়ে যে অভিযোগ ছিল, তার মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছি।’
করোনা মহামারিতে মানবিক কারণে বিমানের কোনো কর্মী ছাঁটাই করা হয়নি জানিয়ে মাহবুব আলী বলেন, '২০২০ সালে করোনা মহামারির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন ও এভিয়েশন খাত। বিমানও এর ব্যতিক্রম নয়। করোনায় অনেক এয়ারলাইনস কর্মী ছাঁটাই করেছে। কিন্তু মানবিক কারণে বিমানে কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। বর্তমানে এভিয়েশন খাত দ্রুত বিকাশ লাভ করছে। বিমানকে এ সুযোগ কাজে লাগাতে হবে।'
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করে বঙ্গবন্ধুর হাতে গড়া বিমানকে আরও সমৃদ্ধ করতে চাই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের শপথ হোক, বিমানকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে নেব।’
অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, ‘আজকে স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হচ্ছে। এই ৫০ বছরে বাংলাদেশ বিমান যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে আসতে পেরেছে কি না, সেই আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আজকে দেশের বিভিন্ন সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু বিমান নিয়ে আমরা কি চেয়েছি আর কোথায় এসেছি।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশে এভিয়েশন হাব হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলছি।’
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
বিমানের ভাবমূর্তি যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ শনিবার বলাকা ভবন প্রাঙ্গণে বিমানের সুবর্ণজয়ন্তী উদ্যাপনকে সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করার সময় বিমান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
মাহবুব আলী বলেন, যাত্রী সেবার মান নিশ্চিত করতে বিমানের প্রতিটি বিভাগকে কাজ করতে হবে। সেবার মান ও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে কোনো আপস করা যাবে না। যাত্রীসেবার সঙ্গে বিমানের ভাবমূর্তি জড়িত রয়েছে। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিমানের সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত। যারা বিমানের ক্ষতি করার চেষ্টা করবেন। যাদের কারণে যাত্রীসেবা বিঘ্নিত হবে, শিডিউল বিপর্যয় হবে, তাদের শাস্তি ভোগ করতে হবে। যারা বিমানের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। কঠোর পরিণতি ভোগ করতে হবে।
বিমানকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিষ্ঠা করেছিলেন। দেশের এভিয়েশন খাতে বিমান পথপ্রদর্শক। প্রতিষ্ঠার ৪৯ বছরে নানা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উড়োজাহাজ সংস্থাটি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানকে নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে বিমানের রুট বাড়ানো হচ্ছে। বিমানে যুক্ত হচ্ছে নতুন নতুন উড়োজাহাজ বহর। আমাদের লক্ষ্য গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আরও বেশিসংখ্যক মানুষকে সেবার আওতায় আনা। মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত করা। আগে বিমানের টিকিট ও যাত্রীসেবার মান নিয়ে যে অভিযোগ ছিল, তার মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছি।’
করোনা মহামারিতে মানবিক কারণে বিমানের কোনো কর্মী ছাঁটাই করা হয়নি জানিয়ে মাহবুব আলী বলেন, '২০২০ সালে করোনা মহামারির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন ও এভিয়েশন খাত। বিমানও এর ব্যতিক্রম নয়। করোনায় অনেক এয়ারলাইনস কর্মী ছাঁটাই করেছে। কিন্তু মানবিক কারণে বিমানে কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। বর্তমানে এভিয়েশন খাত দ্রুত বিকাশ লাভ করছে। বিমানকে এ সুযোগ কাজে লাগাতে হবে।'
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করে বঙ্গবন্ধুর হাতে গড়া বিমানকে আরও সমৃদ্ধ করতে চাই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের শপথ হোক, বিমানকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে নেব।’
অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, ‘আজকে স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হচ্ছে। এই ৫০ বছরে বাংলাদেশ বিমান যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে আসতে পেরেছে কি না, সেই আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আজকে দেশের বিভিন্ন সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু বিমান নিয়ে আমরা কি চেয়েছি আর কোথায় এসেছি।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশে এভিয়েশন হাব হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলছি।’
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫