Ajker Patrika

প্রবাসীদের ভোটার করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, এক মাসের মধ্যে যেন এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এই নোটিশ পাঠান।

বিশ্বের ১২৬টি দেশ তাদের প্রবাসে অবস্থানরত নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ দেয় উল্লেখ করে নোটিশে বলা হয়, বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিশ্বের প্রায় ১৭৬টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার। এটি সংবিধানস্বীকৃত। একজন নাগরিকের অবস্থানের সাময়িক পরিবর্তন সংবিধান স্বীকৃত অধিকার ক্ষুণ্ন করতে পারে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত