নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২, ইংরেজির ৭০, ইতিহাসের ৩৯, উদ্ভিদবিদ্যার ১৯, কৃষিবিজ্ঞানের ৫, গার্হস্থ্য অর্থনীতির ৬, নার্সারির ১, গণিতের ৫২, দর্শনের ৯৯, পদার্থবিদ্যার ৫১, পালির ১, পরিসংখ্যানের ২, প্রাণিবিদ্যার ৪৮, বাংলার ৩০, ব্যবস্থাপনার ৪৬, ভূগোলের ১৩, মনোবিজ্ঞানের ৭, রসায়নের ৩৬, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯, সমাজকল্যাণের ১১, সমাজবিজ্ঞানের ৫, সংস্কৃতের ৮ ও হিসাবজ্ঞিানের ৬২ জন।
এ ছাড়া টিচার্স ট্রেনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামি আদর্শ) চারজন, টিটিসি (ইংরেজি) তিন, টিটিসি (ইতিহাস) দুই, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) তিন, টিটিসি (গণিত) পাঁচ, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) দুই, টিটিসি (প্রফেসনাল ইথিকস) দুই, টিটিসি (ভূগোল) তিন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) এক, টিটিসি (বিজ্ঞান) এক ও টিটিসি (শিক্ষা) চারজন রয়েছেন।
সর্বশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।
জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাঁদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।
অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২, ইংরেজির ৭০, ইতিহাসের ৩৯, উদ্ভিদবিদ্যার ১৯, কৃষিবিজ্ঞানের ৫, গার্হস্থ্য অর্থনীতির ৬, নার্সারির ১, গণিতের ৫২, দর্শনের ৯৯, পদার্থবিদ্যার ৫১, পালির ১, পরিসংখ্যানের ২, প্রাণিবিদ্যার ৪৮, বাংলার ৩০, ব্যবস্থাপনার ৪৬, ভূগোলের ১৩, মনোবিজ্ঞানের ৭, রসায়নের ৩৬, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯, সমাজকল্যাণের ১১, সমাজবিজ্ঞানের ৫, সংস্কৃতের ৮ ও হিসাবজ্ঞিানের ৬২ জন।
এ ছাড়া টিচার্স ট্রেনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামি আদর্শ) চারজন, টিটিসি (ইংরেজি) তিন, টিটিসি (ইতিহাস) দুই, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) তিন, টিটিসি (গণিত) পাঁচ, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) দুই, টিটিসি (প্রফেসনাল ইথিকস) দুই, টিটিসি (ভূগোল) তিন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) এক, টিটিসি (বিজ্ঞান) এক ও টিটিসি (শিক্ষা) চারজন রয়েছেন।
সর্বশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।
জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাঁদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে