পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এই বিরোধিতা করেছে মধ্যমগ্রামের নাগরিক সমাজ। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিবছর ‘পরিবেশ মেলা’র আয়োজন করা হয়। এই মেলার অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভারত ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেন। ২৮ ডিসেম্বরের এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার নাম ঘোষণা করা হয়েছিল। তবে, মধ্যমগ্রামের নাগরিক সমাজ সংগঠন ‘মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ’ রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণের ব্যাপারে আপত্তি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার কাছে একটি আবেদন জানিয়ে, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিলের দাবিতে।
প্রায় ৮০ হাজার সদস্যবিশিষ্ট মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামে একটি গ্রুপ ফেসবুক পোস্টে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, ‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা মধ্যমগ্রাম পৌরসভাকে অনুরোধ করছি, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিল করুন। দেশের সম্মান সবার আগে। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।’
এই গ্রুপের এডমিন রূপক দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোনো শিল্পী সেখানে সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাননি বা ভারতের ত্রিবর্ণ রঙের পতাকা অবমাননার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই পরিস্থিতিতে আমরা কোনো বাংলাদেশি শিল্পীর আমন্ত্রণকে সমর্থন করতে পারি না। দেশপ্রেম আমাদের কাছে সবার আগে।’
তবে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানান, শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা শিল্পীদের জাতীয়তার ভিত্তিতে বিভাজন করি না। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এ ধরনের বিভেদ নেই।’ তিনি আরও জানান, এই বিষয়ে পৌরসভায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
যদিও এই বিতর্ক ভারতের সম্মান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ। তবে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই বিতর্ক প্রতিবেশী দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের জটিলতাকেও প্রতিফলিত করে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এই বিরোধিতা করেছে মধ্যমগ্রামের নাগরিক সমাজ। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিবছর ‘পরিবেশ মেলা’র আয়োজন করা হয়। এই মেলার অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভারত ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করেন। ২৮ ডিসেম্বরের এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার নাম ঘোষণা করা হয়েছিল। তবে, মধ্যমগ্রামের নাগরিক সমাজ সংগঠন ‘মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ’ রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণের ব্যাপারে আপত্তি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার কাছে একটি আবেদন জানিয়ে, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিলের দাবিতে।
প্রায় ৮০ হাজার সদস্যবিশিষ্ট মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামে একটি গ্রুপ ফেসবুক পোস্টে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, ‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা মধ্যমগ্রাম পৌরসভাকে অনুরোধ করছি, রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণ বাতিল করুন। দেশের সম্মান সবার আগে। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।’
এই গ্রুপের এডমিন রূপক দে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের কোনো শিল্পী সেখানে সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাননি বা ভারতের ত্রিবর্ণ রঙের পতাকা অবমাননার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই পরিস্থিতিতে আমরা কোনো বাংলাদেশি শিল্পীর আমন্ত্রণকে সমর্থন করতে পারি না। দেশপ্রেম আমাদের কাছে সবার আগে।’
তবে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানান, শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা শিল্পীদের জাতীয়তার ভিত্তিতে বিভাজন করি না। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এ ধরনের বিভেদ নেই।’ তিনি আরও জানান, এই বিষয়ে পৌরসভায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
যদিও এই বিতর্ক ভারতের সম্মান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ। তবে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই বিতর্ক প্রতিবেশী দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের জটিলতাকেও প্রতিফলিত করে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে