নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সমিতির ১ নম্বর হলরুমে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভাও হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না বিএনপির প্যানেল থেকে নির্বাচিত আইনজীবীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. ওজি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাঁদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। আর দুই সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাত পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। যদিও প্রথমবার ফল ঘোষণার সময় সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি এ ভোটগ্রহণ করে। পরদিন ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে ফল ঘোষণা আটকে যায়। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ওই রাতেই ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ ১ মাস ১৩ দিন পর গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট অজি উল্লাহ দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ওই দিনই তাঁর নেতৃত্বাধীন কমিটি সম্পাদক পদের ভোট পুনরায় গণনা করে ফলাফল ঘোষণা করেন। তবে ওই সময় বিএনপি প্যানেলের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। পরে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে তাঁরা এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন।
বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোই হয়নি।’
এ ছাড়া এ অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে জানান বিদায়ী কমিটির সদস্য রেদোয়ান আহমেদ রানজীবও।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে জানানো আমার কাজ না। আমি কেবল ফলাফলের বাকি আনুষ্ঠানিকতা করেছি। এটা গত কমিটির কাজ।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সমিতির ১ নম্বর হলরুমে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এর আগে সমিতির বার্ষিক সাধারণ সভাও হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না বিএনপির প্যানেল থেকে নির্বাচিত আইনজীবীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. ওজি উল্লাহ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাঁদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। আর দুই সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাত পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। যদিও প্রথমবার ফল ঘোষণার সময় সাধারণ সম্পাদক পদে এগিয়ে ছিলেন বিএনপি প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি এ ভোটগ্রহণ করে। পরদিন ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে ফল ঘোষণা আটকে যায়। প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ওই রাতেই ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ ১ মাস ১৩ দিন পর গত ২৭ এপ্রিল অ্যাডভোকেট অজি উল্লাহ দাবি করেন, তাঁকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। ওই দিনই তাঁর নেতৃত্বাধীন কমিটি সম্পাদক পদের ভোট পুনরায় গণনা করে ফলাফল ঘোষণা করেন। তবে ওই সময় বিএনপি প্যানেলের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। পরে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে তাঁরা এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন।
বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোই হয়নি।’
এ ছাড়া এ অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে জানান বিদায়ী কমিটির সদস্য রেদোয়ান আহমেদ রানজীবও।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে জানানো আমার কাজ না। আমি কেবল ফলাফলের বাকি আনুষ্ঠানিকতা করেছি। এটা গত কমিটির কাজ।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২২ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২২ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২২ দিন আগে