নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঞ্চলিক রেকর্ড গড়ে মাত্র ১০ দিনে হিমালয়ের চারটি চূড়া জয় করেছেন দুই বাংলাদেশি তরুণ। পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ওজিল সর্বনিম্ন সময়ে হিমালয়ের পশ্চিমাঞ্চলের চারটি চূড়া জয় করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ শীর্ষক অভিযানটিতে বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী কাং ইয়াৎসে-২ (৬ হাজার ২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬ হাজার ২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি-১ (৬ হাজার ১২০ মিটার) ও কঙ্গা রি (৫ হাজার ৭৫৫ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেন মাত্র ১০ দিনে।
অভিযানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ লাদাখে অনুষ্ঠিত হয়। এলাকাটি ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। গত ৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ঢাকা ত্যাগ করে এবং পরদিন লাদাখের রাজধানী লেহতে পৌঁছায়।
প্রয়োজনীয় পারমিট ও সরঞ্জাম সংগ্রহ শেষে গত ৮ সেপ্টেম্বর দলটি ট্র্যাক শুরু করে এবং দুদিন পর ১০ সেপ্টেম্বর কাং ইয়াৎসে-২ পর্বতের বেজ ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে পর্বতের চূড়ার উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াৎসে-২-এর চূড়ায় পৌঁছান।
সেখান থেকে দলটি তাদের বেজ ক্যাম্প রিগিওনি মাল্লাই রি সরিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আবারও চূড়ার উদ্দেশে রওনা হন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর ৬ হাজার ১২০ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন তাঁরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেলে ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট-এর চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলভাবে শেষ করেন।
বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এক অভিযানে একাধিক পর্বতচূড়া জয়ের এটিই প্রথম নজির। এই সফল অভিযানটি ভবিষ্যৎ পর্বতারোহীদের সামনে এক নতুন মাইলফলক হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ নামের অভিযানটির আয়োজন করে পর্বতারোহণ ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। সংগঠনটি তরুণদের কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মতো প্রতিযোগিতামূলক কার্যক্রমে যুক্ত হতে প্রেরণা দেয়। ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গোজায়ান’ অভিযানটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। অভিযানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। এ ছাড়া ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেড অভিযানটিতে সহযোগিতা করে।
আঞ্চলিক রেকর্ড গড়ে মাত্র ১০ দিনে হিমালয়ের চারটি চূড়া জয় করেছেন দুই বাংলাদেশি তরুণ। পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ওজিল সর্বনিম্ন সময়ে হিমালয়ের পশ্চিমাঞ্চলের চারটি চূড়া জয় করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ শীর্ষক অভিযানটিতে বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী কাং ইয়াৎসে-২ (৬ হাজার ২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬ হাজার ২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি-১ (৬ হাজার ১২০ মিটার) ও কঙ্গা রি (৫ হাজার ৭৫৫ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেন মাত্র ১০ দিনে।
অভিযানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ লাদাখে অনুষ্ঠিত হয়। এলাকাটি ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। গত ৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ঢাকা ত্যাগ করে এবং পরদিন লাদাখের রাজধানী লেহতে পৌঁছায়।
প্রয়োজনীয় পারমিট ও সরঞ্জাম সংগ্রহ শেষে গত ৮ সেপ্টেম্বর দলটি ট্র্যাক শুরু করে এবং দুদিন পর ১০ সেপ্টেম্বর কাং ইয়াৎসে-২ পর্বতের বেজ ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে পর্বতের চূড়ার উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াৎসে-২-এর চূড়ায় পৌঁছান।
সেখান থেকে দলটি তাদের বেজ ক্যাম্প রিগিওনি মাল্লাই রি সরিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আবারও চূড়ার উদ্দেশে রওনা হন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর ৬ হাজার ১২০ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন তাঁরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেলে ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট-এর চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলভাবে শেষ করেন।
বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এক অভিযানে একাধিক পর্বতচূড়া জয়ের এটিই প্রথম নজির। এই সফল অভিযানটি ভবিষ্যৎ পর্বতারোহীদের সামনে এক নতুন মাইলফলক হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ নামের অভিযানটির আয়োজন করে পর্বতারোহণ ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। সংগঠনটি তরুণদের কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মতো প্রতিযোগিতামূলক কার্যক্রমে যুক্ত হতে প্রেরণা দেয়। ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গোজায়ান’ অভিযানটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। অভিযানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। এ ছাড়া ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেড অভিযানটিতে সহযোগিতা করে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে