নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (১৪ জুলাই) তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান। তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাঁকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ভর্তির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে রুমন আলী লস্কর জানান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা সরাসরি সংগ্রহ করেছে, যা মানিলন্ডারিং আইনের পরিপন্থী। এছাড়া, ভুয়া অফার লেটার তৈরি করে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর গড়ে ২০ লাখ টাকা করে ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
আরেক ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ২৭ আগস্ট বাশার ও পাওনাদারদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তিনটি কিস্তিতে পাওনা ফেরত দেওয়ার কথা ছিল—২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর। কিন্তু প্রথম কিস্তির সময় অর্থ পরিশোধ না করে, বরং শিক্ষার্থীদের ওপর গুণ্ডাবাহিনী দিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। গুলশান থানার পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত।
বর্তমানে শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু বিচার ও অর্থ ফেরতের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।
আরো খবর পড়ুন:
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (১৪ জুলাই) তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান। তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাঁকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ভর্তির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে রুমন আলী লস্কর জানান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা সরাসরি সংগ্রহ করেছে, যা মানিলন্ডারিং আইনের পরিপন্থী। এছাড়া, ভুয়া অফার লেটার তৈরি করে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর গড়ে ২০ লাখ টাকা করে ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
আরেক ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ২৭ আগস্ট বাশার ও পাওনাদারদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তিনটি কিস্তিতে পাওনা ফেরত দেওয়ার কথা ছিল—২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর। কিন্তু প্রথম কিস্তির সময় অর্থ পরিশোধ না করে, বরং শিক্ষার্থীদের ওপর গুণ্ডাবাহিনী দিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। গুলশান থানার পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত।
বর্তমানে শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু বিচার ও অর্থ ফেরতের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।
আরো খবর পড়ুন:
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে