নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগে মঞ্জুরীকৃত ২ হাজার ৫১৬ জনবলের বিপরীতে ১ হাজার ৪৬০ জন কর্মরত আছেন। এখানে শূণ্যপদের সংখ্যা ১ হাজার ৫৬ (৪২ শতাংশ)। সম্প্রতি রেলওয়ের ৪৭ হাজার ৬৩৭ জন নতুন জনবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের এমপি হেনা মমতা লাভলীর প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।
বেগম লুৎফন নেসা খানের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের দুর্ঘটনা ক্রমান্বয়ে কমে আসছে। ২০২০ সালে মোট ১৪৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঘটেছে ১০৬টি দুর্ঘটনা। তাঁর আরেক প্রশ্নে জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের ২৮৩টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৯১টি মিটারগেজ ও ৯২টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ১৩২টি এবং ব্রডগেজের ৪৩টিসহ মোট ১৭৫টির (৬১ %) অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় ১০০টি মিটারগেজ ও ৪০টি ব্রডগেজ নতুন ইঞ্জিন সংগ্রহের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ২০টি মিটারগেজ রেলওয়েতে যুক্ত হয়েছে এবং ১০টি বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। ব্রডগেজ ইঞ্জিনের মধ্যে আটটি কমিশনিং পর্যায়ে আছে। আরও আটটি শিগগিরই বন্দরে পৌঁছাবে।
দীর্ঘমেয়াদি ইজারায় পাটকল
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনা করা হবে না। এগুলোতে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এগুলো চালু হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাটকলের সংখ্যা ২২৭। এর মধ্যে সরকারি ২৬টি এবং বেসরকারি ২২১টি। সরকারি ২৬টিসহ দেশের ৮২টি পাটকল বর্তমানে বন্ধ রয়েছে।
কাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে বার্ষিক বস্ত্রের চাহিদা ২ হাজার ৪০০ মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে উৎপাদন ১৭০০ থেকে ২০০০ মিলিয়ন মিটার। প্রতিবছর ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার আমদানি কর হয়।
সওজের মোট রাস্তা ২২৪২৮ কি.মি.
মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২২ হাজার ৪২৮ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বর্তমান সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩৫৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এ সময় ৭ হাজার ৩২১ কিলোমিটার মহাসড়ক মজবুতিকরণসহ ৯ হাজার ৩৩ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হয়েছে। ৬৩২ কিলোমিটার মহাসড়ক চার লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগে মঞ্জুরীকৃত ২ হাজার ৫১৬ জনবলের বিপরীতে ১ হাজার ৪৬০ জন কর্মরত আছেন। এখানে শূণ্যপদের সংখ্যা ১ হাজার ৫৬ (৪২ শতাংশ)। সম্প্রতি রেলওয়ের ৪৭ হাজার ৬৩৭ জন নতুন জনবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের এমপি হেনা মমতা লাভলীর প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।
বেগম লুৎফন নেসা খানের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের দুর্ঘটনা ক্রমান্বয়ে কমে আসছে। ২০২০ সালে মোট ১৪৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঘটেছে ১০৬টি দুর্ঘটনা। তাঁর আরেক প্রশ্নে জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের ২৮৩টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৯১টি মিটারগেজ ও ৯২টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ১৩২টি এবং ব্রডগেজের ৪৩টিসহ মোট ১৭৫টির (৬১ %) অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় ১০০টি মিটারগেজ ও ৪০টি ব্রডগেজ নতুন ইঞ্জিন সংগ্রহের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ২০টি মিটারগেজ রেলওয়েতে যুক্ত হয়েছে এবং ১০টি বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। ব্রডগেজ ইঞ্জিনের মধ্যে আটটি কমিশনিং পর্যায়ে আছে। আরও আটটি শিগগিরই বন্দরে পৌঁছাবে।
দীর্ঘমেয়াদি ইজারায় পাটকল
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনা করা হবে না। এগুলোতে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এগুলো চালু হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাটকলের সংখ্যা ২২৭। এর মধ্যে সরকারি ২৬টি এবং বেসরকারি ২২১টি। সরকারি ২৬টিসহ দেশের ৮২টি পাটকল বর্তমানে বন্ধ রয়েছে।
কাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে বার্ষিক বস্ত্রের চাহিদা ২ হাজার ৪০০ মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে উৎপাদন ১৭০০ থেকে ২০০০ মিলিয়ন মিটার। প্রতিবছর ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার আমদানি কর হয়।
সওজের মোট রাস্তা ২২৪২৮ কি.মি.
মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২২ হাজার ৪২৮ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বর্তমান সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩৫৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এ সময় ৭ হাজার ৩২১ কিলোমিটার মহাসড়ক মজবুতিকরণসহ ৯ হাজার ৩৩ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হয়েছে। ৬৩২ কিলোমিটার মহাসড়ক চার লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫