কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার বিশদ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করারও দাবি জানান ও ভুক্তভোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
রাজধানীর মিরপুর মডেল থানার শেওড়াপাড়ায় স্ত্রী রুবায়দা রাখিসহ থাকেন মাহিনুর খান (৩৭)। স্বামী-স্ত্রী দুজনেই বাসা থেকে অনলাইনে খাবার বিক্রি করেন।
রুবায়দা রাখি জানান, গত শুক্রবার (১৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে মাহিন কিছু কেনাকাটার জন্য বাসার উল্টো দিকের দোকানে যান। দোকানের সামনে তাঁকে বেদম মারপিট করা হয়। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
রুবায়দা রাখি বলেন, মাহিনুর আহমেদের ওপর কেন হামলা হয়েছে তা বুঝতে পারছি না।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে। ভুক্তভোগীকে থানায় এসে একটি লিখিত অভিযোগ দিতে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু তিনি আসেননি।
ঘটনার বিষয়ে ওসি বলেন, মুদি দোকানের সামনে তিনজন দুর্বৃত্ত মাহিনুর আহমেদের ওপর হঠাৎ হামলা চালায়। তিনজনের মধ্যে দুজন তাঁকে চড়-থাপ্পড় ও লাথি মারে। একজনের হাতে রড ছিল। সে সেটি দিয়ে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাসায় আছেন।
কেন হামলা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ভুক্তভোগীকে থানায় এসে মামলা দিতে বলা হয়েছে। মামলার পরে তদন্ত করে ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যাবে কী কারণে হামলা হয়েছে।
জুলকারনাইন সায়ের খান সামি যুক্তরাজ্য থেকে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার হয়ে কাজ করেন।
যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার বিশদ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করারও দাবি জানান ও ভুক্তভোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
রাজধানীর মিরপুর মডেল থানার শেওড়াপাড়ায় স্ত্রী রুবায়দা রাখিসহ থাকেন মাহিনুর খান (৩৭)। স্বামী-স্ত্রী দুজনেই বাসা থেকে অনলাইনে খাবার বিক্রি করেন।
রুবায়দা রাখি জানান, গত শুক্রবার (১৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে মাহিন কিছু কেনাকাটার জন্য বাসার উল্টো দিকের দোকানে যান। দোকানের সামনে তাঁকে বেদম মারপিট করা হয়। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
রুবায়দা রাখি বলেন, মাহিনুর আহমেদের ওপর কেন হামলা হয়েছে তা বুঝতে পারছি না।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে। ভুক্তভোগীকে থানায় এসে একটি লিখিত অভিযোগ দিতে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু তিনি আসেননি।
ঘটনার বিষয়ে ওসি বলেন, মুদি দোকানের সামনে তিনজন দুর্বৃত্ত মাহিনুর আহমেদের ওপর হঠাৎ হামলা চালায়। তিনজনের মধ্যে দুজন তাঁকে চড়-থাপ্পড় ও লাথি মারে। একজনের হাতে রড ছিল। সে সেটি দিয়ে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাসায় আছেন।
কেন হামলা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ভুক্তভোগীকে থানায় এসে মামলা দিতে বলা হয়েছে। মামলার পরে তদন্ত করে ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যাবে কী কারণে হামলা হয়েছে।
জুলকারনাইন সায়ের খান সামি যুক্তরাজ্য থেকে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার হয়ে কাজ করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫