অনলাইন ডেস্ক
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই সঙ্গে সাবেক এই দুই মন্ত্রীকে ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে অন্য আসামিদের সঙ্গে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০টার পর আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে প্রথমে হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসকক্ষে নিয়ে কাঠগড়ায় চেয়ারে বসানো হয়। পৌনে ১২ টির দিকে শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। শুনানির সময় দুজনই চুপচাপ বসে ছিলেন।
সাবেক এই দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। গাজী তামিম বলেন, আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে গণভবনে জোটের বৈঠকে অংশ নেন। সেখানে তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় ব্যক্তি। বৈঠকে কারফিউ জারি এবং দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। পরে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে হত্যা করা হয়। চিরতরে পঙ্গু, অন্ধ করা হয় অনেককে। ওই আন্দোলনে ২ হাজারের বেশি নিহত ও ৩০ হাজারের বেশি আহত হয়েছে। তাঁরা দুজন এই অপরাধের দায় এড়াতে পারেন না।
এরপর কামরুল ইসলামের বিষয়ে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তিনি বলেন, তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী কামরুল ইসলামের নির্দেশে শাহবাগ, নিউমার্কেট, কলাবাগান, কামরাঙ্গীরচর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের দলের গুন্ডাবাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়।
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকেও জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদেশের আগে যাত্রাবাড়ী এলাকায় চালানো গণহত্যার বিষয়ে আবুল হাসানের সম্পৃক্ততা তুলে ধরেন প্রসিকিউটর গাজী তামিম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী ও তারেক আব্দুল্লাহ।
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই সঙ্গে সাবেক এই দুই মন্ত্রীকে ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে অন্য আসামিদের সঙ্গে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০টার পর আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে প্রথমে হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসকক্ষে নিয়ে কাঠগড়ায় চেয়ারে বসানো হয়। পৌনে ১২ টির দিকে শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। শুনানির সময় দুজনই চুপচাপ বসে ছিলেন।
সাবেক এই দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। গাজী তামিম বলেন, আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে গণভবনে জোটের বৈঠকে অংশ নেন। সেখানে তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় ব্যক্তি। বৈঠকে কারফিউ জারি এবং দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। পরে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে হত্যা করা হয়। চিরতরে পঙ্গু, অন্ধ করা হয় অনেককে। ওই আন্দোলনে ২ হাজারের বেশি নিহত ও ৩০ হাজারের বেশি আহত হয়েছে। তাঁরা দুজন এই অপরাধের দায় এড়াতে পারেন না।
এরপর কামরুল ইসলামের বিষয়ে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। তিনি বলেন, তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী কামরুল ইসলামের নির্দেশে শাহবাগ, নিউমার্কেট, কলাবাগান, কামরাঙ্গীরচর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের দলের গুন্ডাবাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়।
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকেও জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদেশের আগে যাত্রাবাড়ী এলাকায় চালানো গণহত্যার বিষয়ে আবুল হাসানের সম্পৃক্ততা তুলে ধরেন প্রসিকিউটর গাজী তামিম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী ও তারেক আব্দুল্লাহ।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫