অনলাইন ডেস্ক
পোলট্রি শিল্পকে ইন্ডাস্ট্রি না ভেবে সেবা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ইন্ডাস্ট্রি ভাবলে আপনারা বড় খপ্পরে পড়বেন।
আজ বৃহস্পতিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখা ও ‘বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ মেলাটির আয়োজন করেছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী শনিবার মেলাটি শেষ হবে।
পোলট্রি শুধু ইন্ডাস্ট্রি নয়, একটি বড় ধরনের সেবা উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পোলট্রি শিল্পকে শুধু ইন্ডাস্ট্রি ভাবলে হবে না, বরং এটি বড় ধরনের সেবা। ইন্ডাস্ট্রি চিন্তা করলে বিদ্যুৎ ও গ্যাসের বিল বেশি দিতে হবে।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, পোলট্রি ফিডের ক্ষেত্রে অনেক কাজ হচ্ছে। এটি আরও বিস্তৃত করতে হবে কেননা, ফিডেই ব্যয় হয়ে যাচ্ছে ৭০ শতাংশ। এই খাদ্য উৎপাদন খরচ কমাতে হবে। তাহলেই উৎপাদন খরচ কমবে। তিনি বলেন, ক্ষুদ্র খামারিদের মাধ্যমে ডিম-মাংসের উৎপাদন বাড়লে সেটি দেশের জন্য আরও বেশি উপকার হবে। সরকারের সেদিকেই মনোযোগ।
পোলট্রি এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, গার্মেন্টস শ্রমিকেরা দিনে কম পক্ষে একটি করে ডিম খায়। শ্রমিকেরা ব্রয়লার মুরগির মাংস কম দামে খেতে পারছে, সাধারণ মানুষ খেতে পারছে। এতে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এ ক্ষেত্রে পোলট্রি সেক্টর বড় ধরনের কাজ করছে, তাদের বড় অবদান রয়েছে। পোলট্রি খাতের পণ্য আমদানিতে ট্যাক্স কমানোর ব্যাপারে তিনি বলেন, আমদানি করা পণ্যে অন্যায়ভাবে ট্যাক্স বেশি নেওয়া হচ্ছে। এটি কীভাবে কমানো যায় সেই চিন্তা করতে হবে।
ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়টির সচিব মো. তফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।
‘সাসটেনেবল পোলট্রি ফর এমাজিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটিতে ১৮টি দেশের দুই শতাধিক কোম্পানি প্রযুক্তি ও সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছে। এতে রয়েছে ৮২৫টি স্টল। ফিডমিল, হ্যাচারি, ব্রিডারফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিংসহ পোলট্রি শিল্প সংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের দেখা মিলছে এ মেলায়।
পোলট্রি শিল্পকে ইন্ডাস্ট্রি না ভেবে সেবা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ইন্ডাস্ট্রি ভাবলে আপনারা বড় খপ্পরে পড়বেন।
আজ বৃহস্পতিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখা ও ‘বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ মেলাটির আয়োজন করেছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী শনিবার মেলাটি শেষ হবে।
পোলট্রি শুধু ইন্ডাস্ট্রি নয়, একটি বড় ধরনের সেবা উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পোলট্রি শিল্পকে শুধু ইন্ডাস্ট্রি ভাবলে হবে না, বরং এটি বড় ধরনের সেবা। ইন্ডাস্ট্রি চিন্তা করলে বিদ্যুৎ ও গ্যাসের বিল বেশি দিতে হবে।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, পোলট্রি ফিডের ক্ষেত্রে অনেক কাজ হচ্ছে। এটি আরও বিস্তৃত করতে হবে কেননা, ফিডেই ব্যয় হয়ে যাচ্ছে ৭০ শতাংশ। এই খাদ্য উৎপাদন খরচ কমাতে হবে। তাহলেই উৎপাদন খরচ কমবে। তিনি বলেন, ক্ষুদ্র খামারিদের মাধ্যমে ডিম-মাংসের উৎপাদন বাড়লে সেটি দেশের জন্য আরও বেশি উপকার হবে। সরকারের সেদিকেই মনোযোগ।
পোলট্রি এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, গার্মেন্টস শ্রমিকেরা দিনে কম পক্ষে একটি করে ডিম খায়। শ্রমিকেরা ব্রয়লার মুরগির মাংস কম দামে খেতে পারছে, সাধারণ মানুষ খেতে পারছে। এতে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এ ক্ষেত্রে পোলট্রি সেক্টর বড় ধরনের কাজ করছে, তাদের বড় অবদান রয়েছে। পোলট্রি খাতের পণ্য আমদানিতে ট্যাক্স কমানোর ব্যাপারে তিনি বলেন, আমদানি করা পণ্যে অন্যায়ভাবে ট্যাক্স বেশি নেওয়া হচ্ছে। এটি কীভাবে কমানো যায় সেই চিন্তা করতে হবে।
ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়টির সচিব মো. তফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।
‘সাসটেনেবল পোলট্রি ফর এমাজিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটিতে ১৮টি দেশের দুই শতাধিক কোম্পানি প্রযুক্তি ও সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছে। এতে রয়েছে ৮২৫টি স্টল। ফিডমিল, হ্যাচারি, ব্রিডারফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিংসহ পোলট্রি শিল্প সংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের দেখা মিলছে এ মেলায়।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে