নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখতে সংসদীয় স্থায়ী কমিটি যে সুপারিশ করেছে, তা বিস্তারিত দেখে মত দেবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘খবরে দেখেছি।’ এরপর এ নিয়ে মন্তব্য চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংসদীয় কমিটি কী বলেছে তা জানতে হবে।’ মাঠ প্রশাসনে দায়িত্ব থাকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে থেকে কাজ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি মন্ত্রিপরিষদ সচিবকে পড়ে শোনান একজন সাংবাদিক। তখন তিনি বলেন, ‘এটা তো সামারি বললেন। মিটিংয়ে কী বলেছেন সেটা দেখতে হবে, আমাকে জানতে হবে। গার্ড অব অনার নিয়ে কেন বলেছেন জানি না। ধর্মীয় বিধান নিয়ে যদি বলত তাহলে বলা যেত, লেট আস সি।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক সময় কোর্টে কোনো পক্ষ হাইকোর্টের রুলিং দেখিয়ে বলেন, রুলিংয়ে এটা আছে, পড়ে শোনাতে বলার পর দেখা যায় ইম্লিগেশনটা উল্টো। এরপর কোরআন-হাদিসের কিছু বিষয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। এসব বিষয় উল্টোভাবে বিশ্লেষণ করা যায় বলে উদাহরণসহ তুলে ধরেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাদিসে যেসব রয়েছে অনেক সময় ইম্পিগেশন উল্টো হয়। রাষ্ট্র যে আদেশ দেবে সেটা অবশ্যই মেনে চলতে হবে। কল্যাণকর যদি আদেশ দেয় সেটা মেনে চলতে হবে।
বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ায় নারী কর্মকর্তাদের বাদ রাখতে সুপারিশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সরকারের নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নারী কর্মকর্তা থাকায় এ নিয়ে আপত্তি তুলেছে সংসদীয় কমিটি।
ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখতে সংসদীয় স্থায়ী কমিটি যে সুপারিশ করেছে, তা বিস্তারিত দেখে মত দেবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘খবরে দেখেছি।’ এরপর এ নিয়ে মন্তব্য চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংসদীয় কমিটি কী বলেছে তা জানতে হবে।’ মাঠ প্রশাসনে দায়িত্ব থাকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে থেকে কাজ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি মন্ত্রিপরিষদ সচিবকে পড়ে শোনান একজন সাংবাদিক। তখন তিনি বলেন, ‘এটা তো সামারি বললেন। মিটিংয়ে কী বলেছেন সেটা দেখতে হবে, আমাকে জানতে হবে। গার্ড অব অনার নিয়ে কেন বলেছেন জানি না। ধর্মীয় বিধান নিয়ে যদি বলত তাহলে বলা যেত, লেট আস সি।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক সময় কোর্টে কোনো পক্ষ হাইকোর্টের রুলিং দেখিয়ে বলেন, রুলিংয়ে এটা আছে, পড়ে শোনাতে বলার পর দেখা যায় ইম্লিগেশনটা উল্টো। এরপর কোরআন-হাদিসের কিছু বিষয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। এসব বিষয় উল্টোভাবে বিশ্লেষণ করা যায় বলে উদাহরণসহ তুলে ধরেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাদিসে যেসব রয়েছে অনেক সময় ইম্পিগেশন উল্টো হয়। রাষ্ট্র যে আদেশ দেবে সেটা অবশ্যই মেনে চলতে হবে। কল্যাণকর যদি আদেশ দেয় সেটা মেনে চলতে হবে।
বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ায় নারী কর্মকর্তাদের বাদ রাখতে সুপারিশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সরকারের নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নারী কর্মকর্তা থাকায় এ নিয়ে আপত্তি তুলেছে সংসদীয় কমিটি।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫