ফৌজদারি, রাষ্ট্রদ্রোহ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের মতো অপরাধে যাঁরা জড়িত নন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া এমন প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাদ পড়াদের মধ্যে কতজন নিয়োগ পাবেন, আগামী দু-তিন দিনের মধ্যে তা জানা যাবে।
৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পর্যালোচনায় গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের সভাপতিত্বে সভা হয়। পরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ সে করেছে, যেটা সামনে আসছে, তারা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।’
সচিব বলেন, আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বাদ পড়াদের নিয়োগ দিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ হচ্ছে জানিয়ে জনপ্রশাসনসচিব বলেন, এটি শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটিরুজি, রোজগার। অনেকেই এটার পর বিয়ে করবে। মা-বাবার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা ত্বরিতগতিতে যাতে বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দু-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।
৪৩তম বিসিএসের ২ হাজার ১৬৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সুপারিশ করলেও গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশ করে সরকার। এরপর বাদ পাড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমা দেন তাঁরা।
পরে বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে, ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। এরপর বাদ পড়া সব প্রার্থী মন্ত্রণালয়ে আবেদন জমা দেন।
ফৌজদারি, রাষ্ট্রদ্রোহ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের মতো অপরাধে যাঁরা জড়িত নন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া এমন প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাদ পড়াদের মধ্যে কতজন নিয়োগ পাবেন, আগামী দু-তিন দিনের মধ্যে তা জানা যাবে।
৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পর্যালোচনায় গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের সভাপতিত্বে সভা হয়। পরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ সে করেছে, যেটা সামনে আসছে, তারা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।’
সচিব বলেন, আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বাদ পড়াদের নিয়োগ দিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ হচ্ছে জানিয়ে জনপ্রশাসনসচিব বলেন, এটি শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটিরুজি, রোজগার। অনেকেই এটার পর বিয়ে করবে। মা-বাবার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা ত্বরিতগতিতে যাতে বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দু-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।
৪৩তম বিসিএসের ২ হাজার ১৬৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সুপারিশ করলেও গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশ করে সরকার। এরপর বাদ পাড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমা দেন তাঁরা।
পরে বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে, ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। এরপর বাদ পড়া সব প্রার্থী মন্ত্রণালয়ে আবেদন জমা দেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৪ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৪ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৪ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৪ দিন আগে