Ajker Patrika

সিনিয়র সচিব হলেন লোকমান হোসেন

নিজস্ব প্রতিবেদক
সিনিয়র সচিব হলেন লোকমান হোসেন

ঢাকা: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়াকে সিনিয়র সচিব করেছে সরকার। এ নিয়ে জনপ্রশাসনে এখন সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন।

লোকমান হোসেনকে সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আগের দপ্তরে রেখেই আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৪ এপ্রিল থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্বে আছেন তিনি।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা লোকমান এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন। 

 ২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ সৃষ্টি করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবদের পরেই সিনিয়র সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত