নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কমিটিকে আগামী ১৫ দিনের কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এমন সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়ের জন্য একটি দরপত্র আহ্বানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন বিএম কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী এবং মশিউর রহমান মোল্লা। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া কোটাপদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান কবিরুল হক গণমাধ্যমকে বলেন, তাঁরা দু–এক দিনের মধ্যে তদন্তের কাজ শুরু করবেন। তখন এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
সংসদীয় কমিটির সভাপতি শ ম রেজাউল করিমের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, বি এম কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী, মো. রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা ও আশিকা সুলতানা।
কমিটি সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে দেশের ৬৪ জেলায় ছাগলের পিপিআর ভ্যাকসিন কেনার জন্য ২০২২ সালের ১০ অক্টোবর একটি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্ত ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের সর্বনিম্ন দুটি চুক্তিতে ৩০ কোটি টাকার কাজ ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু প্রকল্প পরিচালকের পছন্দের ঠিকাদারের অভিজ্ঞতা বা শর্ত পূরণের যোগ্যতা না থাকায় চারটি দরপত্র জমা হলেও তাঁদের নন–রেসপনসিভ করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।
পরেরবার দরপত্রে প্রকল্প পরিচালক (পিডি) তাঁর নিজস্ব ঠিকাদার মেসার্স টেকনো ড্রাগস লিমিটেডের ইচ্ছা অনুযায়ী তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ দিতে শর্ত পরিবর্তন করা হয়। টেকনো ড্রাগসের ভেটেরিনারি পণ্য সরবরাহের অভিজ্ঞতা না থাকায় দরপত্র নীতি ভঙ্গ করে ফার্মাসিউটিক্যাল আইটেমের (কনডম ও জন্মনিয়ন্ত্রণ পিল) অভিজ্ঞতা চাওয়া হয়। প্রথম দরপত্রে ২ বছর ও ৩০ কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও দ্বিতীয় দরপত্রে তা উল্লেখ করা হয়নি। কারণ টেকনো ড্রাগসের এই দুই অভিজ্ঞতার কোনোটিই নেই।
দরপত্রের আরেকটি শর্ত ছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বছরে ন্যূনতম চাহিদাকৃত ভ্যাকসিন উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু জোগানদাতা নেপালের হোস্টার কোম্পানির সেই সক্ষমতা নেই। বিষয়টি জানার পর পিডি কার্যাদেশপত্রে দুই ধাপে ২ কোটি ৫০ লাখ করে মোট ৫ কোটি ভ্যাকসিন সরবরাহের কথা উল্লেখ করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কমিটিকে আগামী ১৫ দিনের কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এমন সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়ের জন্য একটি দরপত্র আহ্বানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন বিএম কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী এবং মশিউর রহমান মোল্লা। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া কোটাপদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান কবিরুল হক গণমাধ্যমকে বলেন, তাঁরা দু–এক দিনের মধ্যে তদন্তের কাজ শুরু করবেন। তখন এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
সংসদীয় কমিটির সভাপতি শ ম রেজাউল করিমের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, বি এম কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী, মো. রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা ও আশিকা সুলতানা।
কমিটি সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে দেশের ৬৪ জেলায় ছাগলের পিপিআর ভ্যাকসিন কেনার জন্য ২০২২ সালের ১০ অক্টোবর একটি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্ত ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের সর্বনিম্ন দুটি চুক্তিতে ৩০ কোটি টাকার কাজ ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু প্রকল্প পরিচালকের পছন্দের ঠিকাদারের অভিজ্ঞতা বা শর্ত পূরণের যোগ্যতা না থাকায় চারটি দরপত্র জমা হলেও তাঁদের নন–রেসপনসিভ করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।
পরেরবার দরপত্রে প্রকল্প পরিচালক (পিডি) তাঁর নিজস্ব ঠিকাদার মেসার্স টেকনো ড্রাগস লিমিটেডের ইচ্ছা অনুযায়ী তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ দিতে শর্ত পরিবর্তন করা হয়। টেকনো ড্রাগসের ভেটেরিনারি পণ্য সরবরাহের অভিজ্ঞতা না থাকায় দরপত্র নীতি ভঙ্গ করে ফার্মাসিউটিক্যাল আইটেমের (কনডম ও জন্মনিয়ন্ত্রণ পিল) অভিজ্ঞতা চাওয়া হয়। প্রথম দরপত্রে ২ বছর ও ৩০ কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও দ্বিতীয় দরপত্রে তা উল্লেখ করা হয়নি। কারণ টেকনো ড্রাগসের এই দুই অভিজ্ঞতার কোনোটিই নেই।
দরপত্রের আরেকটি শর্ত ছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বছরে ন্যূনতম চাহিদাকৃত ভ্যাকসিন উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু জোগানদাতা নেপালের হোস্টার কোম্পানির সেই সক্ষমতা নেই। বিষয়টি জানার পর পিডি কার্যাদেশপত্রে দুই ধাপে ২ কোটি ৫০ লাখ করে মোট ৫ কোটি ভ্যাকসিন সরবরাহের কথা উল্লেখ করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে