নাজমুল হাসান সাগর, ঢাকা
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় ৮টা ৫০ মিনিটে। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া মিরপুরের মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
জামাত শুরুর কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকাল থেকেই উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ আরও অনেকে।
সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মৎস্য ভবন থেকে হাইকোর্ট রাস্তা ধরে কদম ফোয়ারার সামনে ঈদগাহের মূল ফটকের সামনে পর্যন্ত ছিল মুসুল্লিদের দীর্ঘ লাইন। পুরানা পল্টন থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা পর্যন্ত এবং আব্দুল গলি রোড ও দোয়েল চত্বর থেকে আসা সড়কেও ছিল মুসুল্লিদের দীর্ঘ লাইন।
ষাটোর্ধ্ব আনিস হোসেন নামাজে এসেছেন ডেমরা থেকে। ফাঁকা ঢাকায় ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, একদম ফাঁকা ঢাকা৷ ডেমরা থেকে আসতে খুব বেশি সময় লাগেনি৷ নামাজ পড়েই আবার চলে যাব ডেমরায়৷ তারপর মেয়েদের বাড়িতে চলে যাব৷ সারা দিন মেয়ে, নাতিদের নিয়ে ঈদটা পার করে দেব।
সপরিবারে ঈদের নামাজে অংশ নিতে সেগুনবাগিচা থেকে এসেছেন জান্নাতুল কোবরা। তিনি বলেন, ঈদের নামাজটা জামাতে আদায় করার আনন্দই অন্যরকম। আমাদের পরিবার থেকে শাশুড়ি, ননদসহ পাঁচজন এসেছি এবার।
দাদার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে এসেছেন ছোট্ট তাওহীদ রাফি। প্রথমবারের মতো ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে তার উচ্ছ্বাসের কমতি নেই। রাফি জানায়, কয়েক সেট জামা-কাপড়, অনেক খেলনা পেয়েছে সে এবারের ঈদে। নামাজ শেষ করে বাড়ি গিয়ে প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলবে।
নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময় করেন। এ সময় মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অপরূপ চিত্র দেখা যায়।
ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে। পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের তৎপর দেখা গেছে। সাদা পোশাকেও কর্মরত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।
মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের এই প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় ৮টা ৫০ মিনিটে। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া মিরপুরের মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
জামাত শুরুর কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকাল থেকেই উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ আরও অনেকে।
সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মৎস্য ভবন থেকে হাইকোর্ট রাস্তা ধরে কদম ফোয়ারার সামনে ঈদগাহের মূল ফটকের সামনে পর্যন্ত ছিল মুসুল্লিদের দীর্ঘ লাইন। পুরানা পল্টন থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা পর্যন্ত এবং আব্দুল গলি রোড ও দোয়েল চত্বর থেকে আসা সড়কেও ছিল মুসুল্লিদের দীর্ঘ লাইন।
ষাটোর্ধ্ব আনিস হোসেন নামাজে এসেছেন ডেমরা থেকে। ফাঁকা ঢাকায় ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, একদম ফাঁকা ঢাকা৷ ডেমরা থেকে আসতে খুব বেশি সময় লাগেনি৷ নামাজ পড়েই আবার চলে যাব ডেমরায়৷ তারপর মেয়েদের বাড়িতে চলে যাব৷ সারা দিন মেয়ে, নাতিদের নিয়ে ঈদটা পার করে দেব।
সপরিবারে ঈদের নামাজে অংশ নিতে সেগুনবাগিচা থেকে এসেছেন জান্নাতুল কোবরা। তিনি বলেন, ঈদের নামাজটা জামাতে আদায় করার আনন্দই অন্যরকম। আমাদের পরিবার থেকে শাশুড়ি, ননদসহ পাঁচজন এসেছি এবার।
দাদার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে এসেছেন ছোট্ট তাওহীদ রাফি। প্রথমবারের মতো ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে তার উচ্ছ্বাসের কমতি নেই। রাফি জানায়, কয়েক সেট জামা-কাপড়, অনেক খেলনা পেয়েছে সে এবারের ঈদে। নামাজ শেষ করে বাড়ি গিয়ে প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলবে।
নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময় করেন। এ সময় মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অপরূপ চিত্র দেখা যায়।
ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে। পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের তৎপর দেখা গেছে। সাদা পোশাকেও কর্মরত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।
মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের এই প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে