নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।
গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি।
এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।
তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণে ডাকা গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট এই শুনানি হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে এক নোটিশে তা স্থগিত করার কথা জানিয়েছে বিইআরসি।
বিইআরসির নোটিশে বলা হয়েছে, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গণশুনানির বিষয়ে ১২ আগস্ট একটি রুল জারি করেছে। এই রুলের কারণে এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে ১৭–১৮ আগস্ট অনুষ্ঠেয় গণশুনানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছিল, ১৭ আগস্ট রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে শুরু হবে এলপিজির দাম পুনর্নির্ধারণ গণশুনানি। একদিনে যদি শুনানি না হয়, তাহলে ১৮ আগস্টও রাখা হয়েছিল আলোচনার সুযোগ। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছিল বিইআরসি।
গত ১২ এপ্রিল এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় গণশুনানি আয়োজনের ঘোষণা দেয় বিইআরসি।
এ বিষয়ে বিইআরসির সদস্য (গ্যাস) তৌফিক–ই–ইলাহী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এখন যেহেতু আদালতের নির্দেশনা এসেছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই সিদ্ধান্ত স্থগিত করলাম।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে