কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন যেতে পারে, তা নিয়ে এখানকার নাগরিকদের মধ্যে নানামুখী কথাবার্তা চলছে। দুই দেশের বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঝামেলাহীন রাখতে হলে বাংলাদেশের ভেতরকার প্রস্তুতি ও পরিবেশ ভালো থাকতে হবে।
ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার সঙ্গে জ্বালানি, সমরাস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন ক্ষেত্রে বহুস্তরের প্রতিযোগিতায় জড়াতে পারে—এমন আভাস দিয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলমেন বলেন, বাংলাদেশের এসব বিষয়ে নেওয়া মার্কিন পদক্ষেপগুলোর ওপর নজর রাখা দরকার হবে। বড় শক্তির প্রতিযোগিতায় অংশ হওয়া এড়িয়ে বাংলাদেশকে ভারসাম্য বজায় রাখায় নজর দিতে হবে।
গতকাল বুধবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনায় কুগেলমেন এমন মন্তব্য করেন। কসমস ফাউন্ডেশন আলোচনাটির আয়োজন করে।
কুগেলমেন বলেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে চাইবে। আমেরিকা থেকে পণ্য কেনা ও এ ক্ষেত্রে বেসরকারি খাতকে কাজে লাগানো বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
কুগেলমেন মনে করেন, বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করা এবং মিয়ানমার সীমান্তে টেকসই নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা গেলে বাইরের চাপ সামলানো সহজ হতে পারে।
ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুগুলো ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে, এমনটা মনে করেন মার্কিন এই বিশ্লেষক।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার পাশাপাশি অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করা দরকার হবে।
চীনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে কেনাকাটায় বৈচিত্র্য আনছে, এটা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রও সামরিক সরঞ্জামের অন্যতম উৎস হতে পারে।
হুমায়ুন কবির বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অবস্থানের সময় দেশের দলভিত্তিক [আওয়ামী লীগ ও বিএনপি] বিভক্তির রাজনীতি না করে তাঁরা যেখানে থাকেন, সেখানকার রাজনীতিতে সক্রিয় হলে দেশের জন্য ভূমিকা রাখা সহজ হবে। ভারতের প্রভাব এড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন এই কূটনীতিক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য বেসরকারি খাতকে কাজে লাগানোর ওপর জোর দেন।
প্রচলিত কূটনৈতিক তৎপরতা দিয়ে হবে না, এমনটা উল্লেখ করে তিনি বলেন, পূর্ব সীমান্তে মিয়ানমারকে দক্ষতার সঙ্গে সামলাতে হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সক্ষমতা বাড়াতে হবে।
কসমস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী আলোচনাটি সঞ্চালনা করেন। বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম, ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খানসহ অন্যরা।
ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন যেতে পারে, তা নিয়ে এখানকার নাগরিকদের মধ্যে নানামুখী কথাবার্তা চলছে। দুই দেশের বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঝামেলাহীন রাখতে হলে বাংলাদেশের ভেতরকার প্রস্তুতি ও পরিবেশ ভালো থাকতে হবে।
ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার সঙ্গে জ্বালানি, সমরাস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন ক্ষেত্রে বহুস্তরের প্রতিযোগিতায় জড়াতে পারে—এমন আভাস দিয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলমেন বলেন, বাংলাদেশের এসব বিষয়ে নেওয়া মার্কিন পদক্ষেপগুলোর ওপর নজর রাখা দরকার হবে। বড় শক্তির প্রতিযোগিতায় অংশ হওয়া এড়িয়ে বাংলাদেশকে ভারসাম্য বজায় রাখায় নজর দিতে হবে।
গতকাল বুধবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনায় কুগেলমেন এমন মন্তব্য করেন। কসমস ফাউন্ডেশন আলোচনাটির আয়োজন করে।
কুগেলমেন বলেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে চাইবে। আমেরিকা থেকে পণ্য কেনা ও এ ক্ষেত্রে বেসরকারি খাতকে কাজে লাগানো বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
কুগেলমেন মনে করেন, বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করা এবং মিয়ানমার সীমান্তে টেকসই নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা গেলে বাইরের চাপ সামলানো সহজ হতে পারে।
ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুগুলো ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে, এমনটা মনে করেন মার্কিন এই বিশ্লেষক।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার পাশাপাশি অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করা দরকার হবে।
চীনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে কেনাকাটায় বৈচিত্র্য আনছে, এটা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রও সামরিক সরঞ্জামের অন্যতম উৎস হতে পারে।
হুমায়ুন কবির বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অবস্থানের সময় দেশের দলভিত্তিক [আওয়ামী লীগ ও বিএনপি] বিভক্তির রাজনীতি না করে তাঁরা যেখানে থাকেন, সেখানকার রাজনীতিতে সক্রিয় হলে দেশের জন্য ভূমিকা রাখা সহজ হবে। ভারতের প্রভাব এড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন এই কূটনীতিক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য বেসরকারি খাতকে কাজে লাগানোর ওপর জোর দেন।
প্রচলিত কূটনৈতিক তৎপরতা দিয়ে হবে না, এমনটা উল্লেখ করে তিনি বলেন, পূর্ব সীমান্তে মিয়ানমারকে দক্ষতার সঙ্গে সামলাতে হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সক্ষমতা বাড়াতে হবে।
কসমস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী আলোচনাটি সঞ্চালনা করেন। বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম, ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খানসহ অন্যরা।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে