কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ।
হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক।
২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই।
স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ।
হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক।
২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই।
স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে