নিজস্ব্ব প্রতিবেদক, সাভার
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সম্ভব সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালসহ রাজধানীর হাসপাতাল ও আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে লকডাউনে যেতে হবে। আজ রোববার সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
প্রবাসীদের, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা অবস্থান করছেন তাঁদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা আসবেন তাঁদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য রাজধানীর বেশ কিছু হাসপাতালকে কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদেশ থেকে আগতরা নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে পারেন।
মন্ত্রী বলেন, ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। এ জন্য টিকা কর্মসূচি বেগবান করা হয়েছে। প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি আর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি। এ ছাড়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। জনবল বাড়ানোর জন্য সাড়ে ৮ হাজার নার্স ও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
ওমিক্রন ঠেকাতে সীমান্ত বন্ধ করা হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। তবে সীমান্তে পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ল্যাব বড় করা হয়েছে। আগে ২ হাজার বর্গফুটের ল্যাব ছিল। এখন ৩০ হাজারের বেশি বর্গফুটের ল্যাব করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, করোনা থেকে নিরাপদে থাকতে হলে টিকার পাশাপাশি মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দেশে এখন করোনায় প্রতিদিন এক-দুজন মৃত্যুর খবর পাচ্ছি। এই অবস্থায় থাকলে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে।
মন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের জেষ্ঠ্য সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা।
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সম্ভব সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালসহ রাজধানীর হাসপাতাল ও আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে লকডাউনে যেতে হবে। আজ রোববার সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
প্রবাসীদের, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা অবস্থান করছেন তাঁদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা আসবেন তাঁদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য রাজধানীর বেশ কিছু হাসপাতালকে কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদেশ থেকে আগতরা নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে পারেন।
মন্ত্রী বলেন, ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। এ জন্য টিকা কর্মসূচি বেগবান করা হয়েছে। প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি আর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি। এ ছাড়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। জনবল বাড়ানোর জন্য সাড়ে ৮ হাজার নার্স ও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
ওমিক্রন ঠেকাতে সীমান্ত বন্ধ করা হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। তবে সীমান্তে পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ল্যাব বড় করা হয়েছে। আগে ২ হাজার বর্গফুটের ল্যাব ছিল। এখন ৩০ হাজারের বেশি বর্গফুটের ল্যাব করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, করোনা থেকে নিরাপদে থাকতে হলে টিকার পাশাপাশি মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দেশে এখন করোনায় প্রতিদিন এক-দুজন মৃত্যুর খবর পাচ্ছি। এই অবস্থায় থাকলে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে।
মন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের জেষ্ঠ্য সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২২ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২২ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২২ দিন আগে