ঢাবি সংবাদদাতা
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সংস্কার উদ্যোগে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। দীর্ঘদিন ধরে উদ্যান ঘিরে চলা মাদক, গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল। বৈঠকে উদ্যানকে রমনা পার্কের মতো সুপরিকল্পিত ও নিরাপদ নাগরিক পরিসরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্যের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সাম্য প্রতিবাদী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কী ধরনের অপরাধ চলছে। মাদক, গ্যাং, অপরাধী চক্রসহ ৭০ শতাংশ অপরাধ সৃষ্টি সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে।’
আসিফ মাহমুদ বলেন, আজকের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিএমপি, গণপূর্ত, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল এবং সবাই সম্মিলিতভাবে সমাধান খুঁজছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজু ভাস্কর্যের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অবৈধ দোকান উচ্ছেদ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং ডিএমপির একটি নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে। আগামীকাল থেকেই নিয়মিত রেইড পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্যানকে রমনা পার্কের আদলে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
আসিফ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের দাবি সরকার গুরুত্বসহকারে দেখছে। তিনি শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে অপরাধীদের আশ্রয় না দিতে নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারে কাজ করছে। যদিও উদ্যানটি সরাসরি বিশ্ববিদ্যালয়ের আওতায় নয়, তবু সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিয়াজ আহমদ খান বলেন, অপরাধে জড়িত কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তাকে ছাড় দেওয়া হবে না।
ভবিষ্যতের জন্য একটি তদারকি কমিটি গঠনের ঘোষণা দেন ঢাবির উপাচার্য, যার নেতৃত্বে থাকবে গণপূর্ত মন্ত্রণালয়। এই কমিটিতে থাকবেন বিশ্ববিদ্যালয়, ডিএমপি, সিটি করপোরেশন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালীমন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা।
উপাচার্য আরও জানান, আজ থেকেই গণপূর্ত মন্ত্রণালয় মাঠ পরিদর্শন শুরু করেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সংস্কার উদ্যোগে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। দীর্ঘদিন ধরে উদ্যান ঘিরে চলা মাদক, গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল। বৈঠকে উদ্যানকে রমনা পার্কের মতো সুপরিকল্পিত ও নিরাপদ নাগরিক পরিসরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্যের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সাম্য প্রতিবাদী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কী ধরনের অপরাধ চলছে। মাদক, গ্যাং, অপরাধী চক্রসহ ৭০ শতাংশ অপরাধ সৃষ্টি সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে।’
আসিফ মাহমুদ বলেন, আজকের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিএমপি, গণপূর্ত, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল এবং সবাই সম্মিলিতভাবে সমাধান খুঁজছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজু ভাস্কর্যের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অবৈধ দোকান উচ্ছেদ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং ডিএমপির একটি নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে। আগামীকাল থেকেই নিয়মিত রেইড পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্যানকে রমনা পার্কের আদলে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
আসিফ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের দাবি সরকার গুরুত্বসহকারে দেখছে। তিনি শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে অপরাধীদের আশ্রয় না দিতে নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারে কাজ করছে। যদিও উদ্যানটি সরাসরি বিশ্ববিদ্যালয়ের আওতায় নয়, তবু সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিয়াজ আহমদ খান বলেন, অপরাধে জড়িত কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তাকে ছাড় দেওয়া হবে না।
ভবিষ্যতের জন্য একটি তদারকি কমিটি গঠনের ঘোষণা দেন ঢাবির উপাচার্য, যার নেতৃত্বে থাকবে গণপূর্ত মন্ত্রণালয়। এই কমিটিতে থাকবেন বিশ্ববিদ্যালয়, ডিএমপি, সিটি করপোরেশন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালীমন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা।
উপাচার্য আরও জানান, আজ থেকেই গণপূর্ত মন্ত্রণালয় মাঠ পরিদর্শন শুরু করেছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে