নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনের সময় আলেম সমাজকেও যুক্ত করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় চক্রান্তকারীরা অস্থিরতা তৈরি করতে আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা করেছিল। তবে আলেম ওলামারা তাতে সাড়া দেননি।
আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আলেম-ওলামাদের একাংশ এ মানববন্ধনের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে দেশে অরাজকতা তৈরি করেছে। ভাঙচুর অগ্নিসংযোগসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’
ভাঙচুর-অগ্নিসংযোগসহ নাশকতার প্রতিটি ঘটনার তদন্ত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এসব তৎপরতায় জড়িত ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
ধর্মমন্ত্রী ফরিদুল হক খানও মানববন্ধনে বক্তব্য দেন। তিনি মেট্রোরেলে হামলার উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করা হয়েছে। এতে সাধারণ জনগণ যাতায়াতে কষ্ট পাচ্ছে। যারা ক্ষয়ক্ষতি করার চিন্তা করে, ইসলাম তাদের কখনো সমর্থন করে না।’
পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার ঘটনার উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের এমন নৃশংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’
মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা মোস্তফা চৌধুরী, মুফতি আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের পীর খাজা হারুনুর রশিদ মিরন প্রমুখের বক্তব্য শেষে মাওলানা হারুন-রশিদ যুক্তিবাদী দেশ ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় আলেম সমাজকেও যুক্ত করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় চক্রান্তকারীরা অস্থিরতা তৈরি করতে আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা করেছিল। তবে আলেম ওলামারা তাতে সাড়া দেননি।
আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আলেম-ওলামাদের একাংশ এ মানববন্ধনের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে দেশে অরাজকতা তৈরি করেছে। ভাঙচুর অগ্নিসংযোগসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’
ভাঙচুর-অগ্নিসংযোগসহ নাশকতার প্রতিটি ঘটনার তদন্ত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এসব তৎপরতায় জড়িত ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
ধর্মমন্ত্রী ফরিদুল হক খানও মানববন্ধনে বক্তব্য দেন। তিনি মেট্রোরেলে হামলার উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করা হয়েছে। এতে সাধারণ জনগণ যাতায়াতে কষ্ট পাচ্ছে। যারা ক্ষয়ক্ষতি করার চিন্তা করে, ইসলাম তাদের কখনো সমর্থন করে না।’
পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার ঘটনার উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের এমন নৃশংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’
মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা মোস্তফা চৌধুরী, মুফতি আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের পীর খাজা হারুনুর রশিদ মিরন প্রমুখের বক্তব্য শেষে মাওলানা হারুন-রশিদ যুক্তিবাদী দেশ ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে