মো. হুমায়ূন কবীর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। এসব আবেদন এখন যাচাই করছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন পর্যবেক্ষণ করার আগ্রহ প্রকাশ করলেও অর্থসংকটের কারণে আসতে না চাওয়ায় শ্রীলঙ্কার নির্বাচন কমিশনকে বিমানভাড়ার টাকা দিয়ে আনা হচ্ছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত শুক্রবার পর্যন্ত হালনাগাদ হিসাবে ইসির কাছে মোট ২২৭ জনের আবেদন আসে। এর মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক। বিভিন্ন দেশ ও সংস্থার পাশাপাশি ব্যক্তিগতভাবেও কেউ কেউ পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। বাকি ৭১ জন বিদেশি সাংবাদিক।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগেই জানিয়েছে, ভোট পর্যবেক্ষণে তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠাবে না। তবে তাদের একটি বিশেষজ্ঞ দল পর্যবেক্ষণে থাকবে। চার সদস্যের ওই দল বাংলাদেশে অবস্থান করছে। কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পক্ষ থেকেও নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখানো হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক মিলিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক আবেদন এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো যাচাই করছে। ভেটিং শেষে চূড়ান্ত সংখ্যা বলা যাবে।
সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎকালে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত বিদেশিরাও নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন। এবারও ঢাকায় মার্কিন দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৯ জন মার্কিন ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনকে বিদেশি পর্যবেক্ষক হিসেবে অ্যাক্রিডিটেশন চেয়েছে।
আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স (এইএ) থেকে ১১ জন আবেদন করেছেন। তাঁদের সবাই উগান্ডার নাগরিক। অনেকে অনুমতি না-ও পেতে পারেন বলে জানা গেছে।
একাধিক কর্মকর্তা জানান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ক্লিয়ারেন্স ও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিষয়ে আজ নির্বাচন ভবনে বৈঠক হওয়ার কথা। ইসি কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।
গতকাল শনিবার ৯ ধরনের উপকরণ পাঠানোর মধ্য দিয়ে ব্যালট ছাড়া সব নির্বাচনী উপকরণ মাঠপর্যায়ে পাঠানোর কাজটি সম্পন্ন হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। এসব আবেদন এখন যাচাই করছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন পর্যবেক্ষণ করার আগ্রহ প্রকাশ করলেও অর্থসংকটের কারণে আসতে না চাওয়ায় শ্রীলঙ্কার নির্বাচন কমিশনকে বিমানভাড়ার টাকা দিয়ে আনা হচ্ছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত শুক্রবার পর্যন্ত হালনাগাদ হিসাবে ইসির কাছে মোট ২২৭ জনের আবেদন আসে। এর মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক। বিভিন্ন দেশ ও সংস্থার পাশাপাশি ব্যক্তিগতভাবেও কেউ কেউ পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। বাকি ৭১ জন বিদেশি সাংবাদিক।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগেই জানিয়েছে, ভোট পর্যবেক্ষণে তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠাবে না। তবে তাদের একটি বিশেষজ্ঞ দল পর্যবেক্ষণে থাকবে। চার সদস্যের ওই দল বাংলাদেশে অবস্থান করছে। কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পক্ষ থেকেও নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখানো হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক মিলিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক আবেদন এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো যাচাই করছে। ভেটিং শেষে চূড়ান্ত সংখ্যা বলা যাবে।
সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎকালে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত বিদেশিরাও নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন। এবারও ঢাকায় মার্কিন দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৯ জন মার্কিন ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনকে বিদেশি পর্যবেক্ষক হিসেবে অ্যাক্রিডিটেশন চেয়েছে।
আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স (এইএ) থেকে ১১ জন আবেদন করেছেন। তাঁদের সবাই উগান্ডার নাগরিক। অনেকে অনুমতি না-ও পেতে পারেন বলে জানা গেছে।
একাধিক কর্মকর্তা জানান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ক্লিয়ারেন্স ও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিষয়ে আজ নির্বাচন ভবনে বৈঠক হওয়ার কথা। ইসি কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।
গতকাল শনিবার ৯ ধরনের উপকরণ পাঠানোর মধ্য দিয়ে ব্যালট ছাড়া সব নির্বাচনী উপকরণ মাঠপর্যায়ে পাঠানোর কাজটি সম্পন্ন হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫