কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত ১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ত্যাগ করতে হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র রোববার এক বিবৃতিতে এ দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতের উপস্থিতির সময় ‘প্রতিবাদকারীরা’ অনুষ্ঠানটির বিঘ্ন ঘটিয়েছে। তারা অনুষ্ঠানস্থলে ঢুকতে চেয়েছে। অন্য প্রতিবাদকারীরা রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরেছিল। দূতাবাস বিষয়টি ঢাকায় বাংলাদেশ সরকার এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে।
মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে এবং নিয়মিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে থাকে।
বিগত কয়েক বছরে ‘মায়ের কান্না’ নামক সংগঠনের কাছ থেকে দূতাবাসে কোনোরকম যোগাযোগ করা হয়নি বলে দূতাবাস দাবি করেছে।
রাষ্ট্রদূত হাস গত ১৪ ডিসেম্বর সকালে ‘মায়ের ডাক’ নামক সংগঠনের আয়োজনে ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নিরাপত্তা উদ্বেগের কারণে’ তিনি তড়িঘড়ি সাক্ষাৎ শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
একই দিন বিকেলে তিনি জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ‘নিরাপত্তাজনিত অনিশ্চয়তার’ কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।
আরও পড়ুন:
নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত ১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ত্যাগ করতে হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র রোববার এক বিবৃতিতে এ দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতের উপস্থিতির সময় ‘প্রতিবাদকারীরা’ অনুষ্ঠানটির বিঘ্ন ঘটিয়েছে। তারা অনুষ্ঠানস্থলে ঢুকতে চেয়েছে। অন্য প্রতিবাদকারীরা রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরেছিল। দূতাবাস বিষয়টি ঢাকায় বাংলাদেশ সরকার এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে।
মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে এবং নিয়মিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে থাকে।
বিগত কয়েক বছরে ‘মায়ের কান্না’ নামক সংগঠনের কাছ থেকে দূতাবাসে কোনোরকম যোগাযোগ করা হয়নি বলে দূতাবাস দাবি করেছে।
রাষ্ট্রদূত হাস গত ১৪ ডিসেম্বর সকালে ‘মায়ের ডাক’ নামক সংগঠনের আয়োজনে ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নিরাপত্তা উদ্বেগের কারণে’ তিনি তড়িঘড়ি সাক্ষাৎ শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
একই দিন বিকেলে তিনি জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ‘নিরাপত্তাজনিত অনিশ্চয়তার’ কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।
আরও পড়ুন:
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫