কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব সংলাপে সামরিক চুক্তির খসড়া হস্তান্তর করেছেন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইউক্রেন ইস্যুতে ঢাকাকে পাশে চায় দেশটি। আর ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলে (আইপিএস) চাইলে ঢাকা আংশিকভাবেও যুক্ত হতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব পর্যায়ের ৮ম অংশীদারত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেন নুল্যান্ড। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পায়। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হয়।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি বলেন, ‘র্যাবের কার্যক্রম, বিচারবহির্ভূত হত্যা, গুম নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তবে গত তিন মাসে পরিস্থিতির উন্নতি দেখছি। পররাষ্ট্রসচিব বিষয়টি আজকে পরিষ্কার করেছেন।’
নুল্যান্ড বলেন, ‘বাংলাদেশ জবাবদিহি ও বিচার নিশ্চিত করা নিয়ে কাজ করছে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা নিয়ে আজকে আমাকে একটি নথি দেওয়া হয়েছে। এ বিষয়ে একত্রে কাজ করব। কারণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও জঙ্গিবাদ বিরোধী সহযোগিতা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে দুই দেশের সামরিক চুক্তি নিয়ে বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তায় সম্পর্ক আরও বাড়াতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিএসওএমআইএ) একটি অন্যতম মাধ্যম। এর খসড়া চুক্তি বাংলাদেশকে দেওয়া হয়েছে। আমরা বেশ আত্মবিশ্বাসী এ ইস্যুটির নিষ্পত্তি হবে। যার মাধ্যমে আমরা নিরাপত্তায় একত্রে কাজ করতে পারব।’
ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল নিয়ে প্রশ্ন করলে নুল্যান্ড বলেন, ‘এখানে অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তিগত বিষয়গুলো রয়েছে। যুক্তরাষ্ট্র চায় এগুলোর যতটা সম্ভব ততটায় বাংলাদেশ অংশগ্রহণ করুক।’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষায় দুই দেশ একত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে বৈঠকে। সেই সঙ্গে দুই পক্ষই নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ বৈঠকে দেখানো হয়েছে। আর বৈঠকে আইপিএস ছাড়াও জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ঢাকার অবস্থান তুলে ধরা হয়েছে।’
গতকাল শনিবার বিকেলে ঢাকা পৌঁছান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আজ সকালে অংশীদারত্ব সংলাপে অংশ নেন। আগামীকাল সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের ১০ তারিখে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০ মার্চ ছিল এর ১০০ তম দিন। আর এ দিনে অনুষ্ঠিত হলো ঢাকা-ওয়াশিংটন বৈঠক।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব সংলাপে সামরিক চুক্তির খসড়া হস্তান্তর করেছেন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইউক্রেন ইস্যুতে ঢাকাকে পাশে চায় দেশটি। আর ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলে (আইপিএস) চাইলে ঢাকা আংশিকভাবেও যুক্ত হতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব পর্যায়ের ৮ম অংশীদারত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেন নুল্যান্ড। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পায়। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হয়।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি বলেন, ‘র্যাবের কার্যক্রম, বিচারবহির্ভূত হত্যা, গুম নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তবে গত তিন মাসে পরিস্থিতির উন্নতি দেখছি। পররাষ্ট্রসচিব বিষয়টি আজকে পরিষ্কার করেছেন।’
নুল্যান্ড বলেন, ‘বাংলাদেশ জবাবদিহি ও বিচার নিশ্চিত করা নিয়ে কাজ করছে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা নিয়ে আজকে আমাকে একটি নথি দেওয়া হয়েছে। এ বিষয়ে একত্রে কাজ করব। কারণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও জঙ্গিবাদ বিরোধী সহযোগিতা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে দুই দেশের সামরিক চুক্তি নিয়ে বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তায় সম্পর্ক আরও বাড়াতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিএসওএমআইএ) একটি অন্যতম মাধ্যম। এর খসড়া চুক্তি বাংলাদেশকে দেওয়া হয়েছে। আমরা বেশ আত্মবিশ্বাসী এ ইস্যুটির নিষ্পত্তি হবে। যার মাধ্যমে আমরা নিরাপত্তায় একত্রে কাজ করতে পারব।’
ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল নিয়ে প্রশ্ন করলে নুল্যান্ড বলেন, ‘এখানে অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তিগত বিষয়গুলো রয়েছে। যুক্তরাষ্ট্র চায় এগুলোর যতটা সম্ভব ততটায় বাংলাদেশ অংশগ্রহণ করুক।’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষায় দুই দেশ একত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে বৈঠকে। সেই সঙ্গে দুই পক্ষই নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ বৈঠকে দেখানো হয়েছে। আর বৈঠকে আইপিএস ছাড়াও জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ঢাকার অবস্থান তুলে ধরা হয়েছে।’
গতকাল শনিবার বিকেলে ঢাকা পৌঁছান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আজ সকালে অংশীদারত্ব সংলাপে অংশ নেন। আগামীকাল সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের ১০ তারিখে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০ মার্চ ছিল এর ১০০ তম দিন। আর এ দিনে অনুষ্ঠিত হলো ঢাকা-ওয়াশিংটন বৈঠক।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে