নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভালো কাজ করলেও তাদের বিরুদ্ধে শুধু অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সব দোষ এই এলিট বাহিনীর ঘাড়ে চাপিয়ে তাদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও মনে করছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো এমন দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে চিঠি দিয়েছে। বিষয়টি বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পেছনের দিকে তাকান র্যাব কখন তৈরি হয়েছিল? র্যাব যারা তৈরি করেছিলেন এখন তারা র্যাবকে অপছন্দ করছেন। র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছেন। র্যাব যে ভালো কাজগুলো করছে সেগুলো তারা তুলে ধরছেন না। র্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, জলদস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা যে সব সময় জঙ্গি-সন্ত্রাস দমনের জন্য কাজ করছে সে কথাগুলো তারা কখনো তুলে ধরে না। তারা নানান ধরনের মানবাধিকারের কথা বলে।’
মন্ত্রী বলেন, ‘আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এ ধরনের ঘটনা ঘটে না। পুলিশ বাহিনীর সঙ্গে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এগুলো যদি সবই এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার হচ্ছে।’
তাহলে র্যাব রাজনৈতিক বিরোধের মুখে কিনা এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই বিচার করবেন, এই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম।’
ডিসি সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসিদের আমরা আমাদের সফলতার কথা বলেছি, আগামীতে কোন জায়গায় যাব সেই কথা বলেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পুলিশকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন আমরা সেই জায়গায় কাছাকাছি চলে এসেছি। আমরা বিশ্বমানের পুলিশ তৈরির জন্য এগিয়ে চলছি। আমাদের কোস্টগার্ড, বিজিবিকে শক্তিশালী করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর-অধিদপ্তর আছে, সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলছি।’
আসাদুজ্জামান বলেন, ‘যে গতিতে দেশ চলছে সেটা ধরে রাখতে সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে হবে, আমরা সেটা ডিসিদের জানিয়েছি। আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো করছি। আমরা চাচ্ছি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সিকিউরিটি বাহিনী বিশ্বমানের হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার জোন, ফাঁড়ি করা, নৌ পুলিশ বাড়ানো, কোস্ট গার্ডের ঘাঁটি করার বিষয়ে ডিসিরা কথা বলেছেন। তারা জুয়া আইনে সাজার মেয়াদ বাড়ানোর দাবি করেছেন। ব্রিটিশ আমলের এই আইন আমরা অনুসরণ করছি, এটাকে হালনাগাদ করার ব্যবস্থা নেব। ডিসি-এসপিসহ প্রশাসনের কাজে যারা নিয়োজিত আছেন তাদের একসঙ্গে মিলেমিশে কাজ করতে বলা হয়েছে।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভালো কাজ করলেও তাদের বিরুদ্ধে শুধু অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সব দোষ এই এলিট বাহিনীর ঘাড়ে চাপিয়ে তাদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও মনে করছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো এমন দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে চিঠি দিয়েছে। বিষয়টি বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পেছনের দিকে তাকান র্যাব কখন তৈরি হয়েছিল? র্যাব যারা তৈরি করেছিলেন এখন তারা র্যাবকে অপছন্দ করছেন। র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছেন। র্যাব যে ভালো কাজগুলো করছে সেগুলো তারা তুলে ধরছেন না। র্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, জলদস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা যে সব সময় জঙ্গি-সন্ত্রাস দমনের জন্য কাজ করছে সে কথাগুলো তারা কখনো তুলে ধরে না। তারা নানান ধরনের মানবাধিকারের কথা বলে।’
মন্ত্রী বলেন, ‘আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এ ধরনের ঘটনা ঘটে না। পুলিশ বাহিনীর সঙ্গে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এগুলো যদি সবই এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার হচ্ছে।’
তাহলে র্যাব রাজনৈতিক বিরোধের মুখে কিনা এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারাই বিচার করবেন, এই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম।’
ডিসি সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসিদের আমরা আমাদের সফলতার কথা বলেছি, আগামীতে কোন জায়গায় যাব সেই কথা বলেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পুলিশকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন আমরা সেই জায়গায় কাছাকাছি চলে এসেছি। আমরা বিশ্বমানের পুলিশ তৈরির জন্য এগিয়ে চলছি। আমাদের কোস্টগার্ড, বিজিবিকে শক্তিশালী করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর-অধিদপ্তর আছে, সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলছি।’
আসাদুজ্জামান বলেন, ‘যে গতিতে দেশ চলছে সেটা ধরে রাখতে সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে হবে, আমরা সেটা ডিসিদের জানিয়েছি। আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো করছি। আমরা চাচ্ছি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সিকিউরিটি বাহিনী বিশ্বমানের হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার জোন, ফাঁড়ি করা, নৌ পুলিশ বাড়ানো, কোস্ট গার্ডের ঘাঁটি করার বিষয়ে ডিসিরা কথা বলেছেন। তারা জুয়া আইনে সাজার মেয়াদ বাড়ানোর দাবি করেছেন। ব্রিটিশ আমলের এই আইন আমরা অনুসরণ করছি, এটাকে হালনাগাদ করার ব্যবস্থা নেব। ডিসি-এসপিসহ প্রশাসনের কাজে যারা নিয়োজিত আছেন তাদের একসঙ্গে মিলেমিশে কাজ করতে বলা হয়েছে।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫