নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কম বয়সীদের টিকা দিতে বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির পক্ষ থেকে অনুদান হিসেবে দেড় কোটি ডোজ টিকা পেল বাংলাদেশ। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুশিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম সম্প্রসারণের জন্য এই অনুদান দেওয়া হয়েছে। এ নিয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৫২ কোটি টাকা সহায়তা দিল বাইডেন সরকার।
আজ বুধবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএন্টেকের টিকা অনুমোদন দেয়।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত। এ ছাড়াও আমরা বাংলাদেশি শত শত স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা ফাইজারের এই টিকাগুলো কম বয়সীদের নিরাপদে দিতে পারে। আমরা আশা করি, এই টিকা তরুণ বয়সী বাংলাদেশিদের বিশেষ করে শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে এবং তারা পরিপূর্ণভাবে তাদের লেখাপড়া ও সামাজিক কর্মকাণ্ড শুরু করতে পারবে।’
সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দিতে সম্মতি দেয় ডব্লিউএইচও।
এরই পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে ১২০ স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছে। আগামী শনিবার সারা দেশের ২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার কথা রয়েছে। তবে তালিকা পাওয়া নিয়ে এখনো জটিলতা থাকায় এদিন টিকা দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কম বয়সীদের টিকা দিতে বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির পক্ষ থেকে অনুদান হিসেবে দেড় কোটি ডোজ টিকা পেল বাংলাদেশ। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুশিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম সম্প্রসারণের জন্য এই অনুদান দেওয়া হয়েছে। এ নিয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৫২ কোটি টাকা সহায়তা দিল বাইডেন সরকার।
আজ বুধবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএন্টেকের টিকা অনুমোদন দেয়।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত। এ ছাড়াও আমরা বাংলাদেশি শত শত স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা ফাইজারের এই টিকাগুলো কম বয়সীদের নিরাপদে দিতে পারে। আমরা আশা করি, এই টিকা তরুণ বয়সী বাংলাদেশিদের বিশেষ করে শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে এবং তারা পরিপূর্ণভাবে তাদের লেখাপড়া ও সামাজিক কর্মকাণ্ড শুরু করতে পারবে।’
সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দিতে সম্মতি দেয় ডব্লিউএইচও।
এরই পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে ১২০ স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছে। আগামী শনিবার সারা দেশের ২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার কথা রয়েছে। তবে তালিকা পাওয়া নিয়ে এখনো জটিলতা থাকায় এদিন টিকা দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২০ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২০ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২০ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২০ দিন আগে