সাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা
বিদেশে বাংলাদেশের মোট ৮০টি মিশনকে সাতটি অঞ্চলে ভাগ করে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। এতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ ডলার, আর সর্বনিম্ন ১০ ডলার। কাজগুলোকে তিন ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঞ্চলভিত্তিক ফি নির্ধারণের প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে।
গত ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব অনুমোদনের কথা গত ২৪ মার্চ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনোয়ারা পারভীন মিতু স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিদেশে মিশনগুলোয় সেবাগ্রহীতাদের ধরন ও বাংলাদেশি কর্মীদের অবস্থান বিবেচনায় রেখে এই ফি নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট নয়টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত (গ্রুপ–১) করা হয়েছে।
গ্রুপ–১ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণ ও বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রতিটির প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার করে নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৪৫ ডলার ও জরুরি সেবায় ৬৫ ডলার নেবে।
যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার, অস্ট্রিয়ার ভিয়েনা, বেলজিয়ামের ব্রাসেলস, ডেনমার্কের কোপেনহেগেন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স, ইতালির রোম ও মিলান, নেদারল্যান্ডসের দ্য হেগ, পর্তুগালের লিসবন, স্পেনের মাদ্রিদ ও সুইডেনের স্টকহোমে অবস্থিত ১৫টি মিশনকে দ্বিতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–২) করা হয়েছে।
গ্রুপ–২ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
রাশিয়ার মস্কো, রোমানিয়ার বুখারেস্ট, পোল্যান্ডের ওয়ারশ, তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে অবস্থিত পাঁচটি মিশনকে তৃতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–৩) করা হয়েছে।
গ্রুপ–৩ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
ভারতের নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটি, পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু ও শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ১১টি মিশনকে চতুর্থ গ্রুপভুক্ত (গ্রুপ–৪) করা হয়েছে। গ্রুপ–৪ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১৫ ডলার ও জরুরি সেবায় ২৫ ডলার নেবে।
সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কুয়েত, ওমানের মাসকাট, বাহরাইনের মানামা, ইরাকের বাগদাদ, কাতারের দোহা, জর্ডানের আম্মান, বৈরুত, ইরানের তেহরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালদ্বীপের মালে ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত ১৫টি মিশনকে পঞ্চম গ্রুপভুক্ত (গ্রুপ–৫) করা হয়েছে। গ্রুপ–৫ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে।
চীনের বেইজিং, হংকং ও কুনমিং, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল, ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ান, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটোয়ে, সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, থাইল্যান্ডের ব্যাংকক, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় অবস্থিত ১৫টি মিশনকে ষষ্ঠ গ্রুপভুক্ত (গ্রুপ–৬) করা হয়েছে। গ্রুপ–৬ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৪৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
আফ্রিকার আলজেরিয়ায় আলজিয়ার্স, মিসরের কায়রো, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইরোবি, লিবিয়ার ত্রিপোলি, মরিশাসের পোর্ট লুইস, মরক্কোর রাবাত, নাইজেরিয়ায় আবুজা, সুদানের খার্তুম ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অবস্থিত ১০টি মিশনকে সপ্তম গ্রুপভুক্ত (গ্রুপ–৭) করা হয়েছে। গ্রুপ–৭ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে।
সব গ্রুপের সব মিশন ষষ্ঠ পাতা থেকে অতিরিক্ত প্রতি পাতার জন্য আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে পাঁচ ডলার করে নেবে। এ ছাড়া বাণিজ্যিক কাগজপত্র, শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে নেবে দুই ডলার করে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ সেবায় আবেদনের সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে ও জরুরি ক্ষেত্রে আবেদনের দিনই অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যে সেবা দিতে হবে। সব গ্রুপের সব ফি মার্কিন ডলারে ধার্য করা হয়েছে। এই ফি মার্কিন ডলারে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় নেওয়া যাবে।
বিদেশে বাংলাদেশের মোট ৮০টি মিশনকে সাতটি অঞ্চলে ভাগ করে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। এতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ ডলার, আর সর্বনিম্ন ১০ ডলার। কাজগুলোকে তিন ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঞ্চলভিত্তিক ফি নির্ধারণের প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে।
গত ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব অনুমোদনের কথা গত ২৪ মার্চ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনোয়ারা পারভীন মিতু স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিদেশে মিশনগুলোয় সেবাগ্রহীতাদের ধরন ও বাংলাদেশি কর্মীদের অবস্থান বিবেচনায় রেখে এই ফি নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট নয়টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত (গ্রুপ–১) করা হয়েছে।
গ্রুপ–১ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণ ও বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রতিটির প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার করে নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৪৫ ডলার ও জরুরি সেবায় ৬৫ ডলার নেবে।
যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার, অস্ট্রিয়ার ভিয়েনা, বেলজিয়ামের ব্রাসেলস, ডেনমার্কের কোপেনহেগেন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স, ইতালির রোম ও মিলান, নেদারল্যান্ডসের দ্য হেগ, পর্তুগালের লিসবন, স্পেনের মাদ্রিদ ও সুইডেনের স্টকহোমে অবস্থিত ১৫টি মিশনকে দ্বিতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–২) করা হয়েছে।
গ্রুপ–২ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবায় ৮৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
রাশিয়ার মস্কো, রোমানিয়ার বুখারেস্ট, পোল্যান্ডের ওয়ারশ, তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে অবস্থিত পাঁচটি মিশনকে তৃতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–৩) করা হয়েছে।
গ্রুপ–৩ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
ভারতের নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটি, পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু ও শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ১১টি মিশনকে চতুর্থ গ্রুপভুক্ত (গ্রুপ–৪) করা হয়েছে। গ্রুপ–৪ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১৫ ডলার ও জরুরি সেবায় ২৫ ডলার নেবে।
সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কুয়েত, ওমানের মাসকাট, বাহরাইনের মানামা, ইরাকের বাগদাদ, কাতারের দোহা, জর্ডানের আম্মান, বৈরুত, ইরানের তেহরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালদ্বীপের মালে ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত ১৫টি মিশনকে পঞ্চম গ্রুপভুক্ত (গ্রুপ–৫) করা হয়েছে। গ্রুপ–৫ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে।
চীনের বেইজিং, হংকং ও কুনমিং, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল, ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ান, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটোয়ে, সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, থাইল্যান্ডের ব্যাংকক, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় অবস্থিত ১৫টি মিশনকে ষষ্ঠ গ্রুপভুক্ত (গ্রুপ–৬) করা হয়েছে। গ্রুপ–৬ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবায় ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৪৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে।
আফ্রিকার আলজেরিয়ায় আলজিয়ার্স, মিসরের কায়রো, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইরোবি, লিবিয়ার ত্রিপোলি, মরিশাসের পোর্ট লুইস, মরক্কোর রাবাত, নাইজেরিয়ায় আবুজা, সুদানের খার্তুম ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অবস্থিত ১০টি মিশনকে সপ্তম গ্রুপভুক্ত (গ্রুপ–৭) করা হয়েছে। গ্রুপ–৭ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম পাঁচ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবায় ১৫ ডলার নেবে।
সব গ্রুপের সব মিশন ষষ্ঠ পাতা থেকে অতিরিক্ত প্রতি পাতার জন্য আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে পাঁচ ডলার করে নেবে। এ ছাড়া বাণিজ্যিক কাগজপত্র, শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে নেবে দুই ডলার করে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ সেবায় আবেদনের সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে ও জরুরি ক্ষেত্রে আবেদনের দিনই অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যে সেবা দিতে হবে। সব গ্রুপের সব ফি মার্কিন ডলারে ধার্য করা হয়েছে। এই ফি মার্কিন ডলারে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় নেওয়া যাবে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে