কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।
এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।
এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫