নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট-সুনামগঞ্জের মতো সম্ভাব্য আরও বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন।
পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম সচিব বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেট অঞ্চলে পানি কিছুটা কমেছে। এ জন্য আত্মসন্তুষ্টির কিছু নেই। পরে যেকোনো সময়ে এই ধরনের বন্যা আসতে পারে। ভারতের আসামে বড় বন্যা হয়েছে। কিন্তু আসামের পানি সেভাবে বাংলাদেশে আসেনি। দেশে মেঘালয়ের পানি এসেছে। সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের জেলা প্রশাসকদেরও বলা হয়েছে, আসামের পানি এলে তাঁরা যেন প্রস্তুত থাকেন।’
বন্যা দুর্গত এলাকা পরিদর্শন, অসহায়দের পাশে দাঁড়াতে ও তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে প্রধানমন্ত্রী সিলেট সফরে যাচ্ছেন—এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বন্যার মতো এ ভয়াবহ দুর্যোগকালীন নির্দেশনা মোতাবেক সবার ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা পর্যায়ে সবাইকে একসঙ্গে বসে বন্যা মোকাবিলায় কর্মপরিকল্পনা ঠিক করতে বলা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একই সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। বিশেষত কৃষিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এরপর বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে যেন ভাসমান বীজতলা করার প্রস্তুতি নেওয়া হয়। এবার বন্যায় যেভাবে পানি এসেছে, তা গত ৫০-৬০ বছরের মধ্যে তা হয়নি।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জের একটি খাদ্য গুদামে ৭ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্য ছিল। চারপাশে দেয়াল তৈরি করে সুনামগঞ্জ সদরের খাদ্যগুদাম রক্ষা করা হয়েছে। আর একটা গুদামে ৫ হাজার মেট্রিক টন সার ছিল, সেটিও রক্ষা করা হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সিলেটের বন্যায় সবচেয়ে প্রশংসিত বিষয়, সেখানকার মানুষের ধৈর্য। সিলেটে মানুষ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে, মানুষ কোথাও ক্ষুব্ধ হয়নি।’
সিলেট-সুনামগঞ্জের মতো সম্ভাব্য আরও বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন।
পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম সচিব বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেট অঞ্চলে পানি কিছুটা কমেছে। এ জন্য আত্মসন্তুষ্টির কিছু নেই। পরে যেকোনো সময়ে এই ধরনের বন্যা আসতে পারে। ভারতের আসামে বড় বন্যা হয়েছে। কিন্তু আসামের পানি সেভাবে বাংলাদেশে আসেনি। দেশে মেঘালয়ের পানি এসেছে। সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের জেলা প্রশাসকদেরও বলা হয়েছে, আসামের পানি এলে তাঁরা যেন প্রস্তুত থাকেন।’
বন্যা দুর্গত এলাকা পরিদর্শন, অসহায়দের পাশে দাঁড়াতে ও তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে প্রধানমন্ত্রী সিলেট সফরে যাচ্ছেন—এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বন্যার মতো এ ভয়াবহ দুর্যোগকালীন নির্দেশনা মোতাবেক সবার ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা পর্যায়ে সবাইকে একসঙ্গে বসে বন্যা মোকাবিলায় কর্মপরিকল্পনা ঠিক করতে বলা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একই সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। বিশেষত কৃষিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এরপর বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে যেন ভাসমান বীজতলা করার প্রস্তুতি নেওয়া হয়। এবার বন্যায় যেভাবে পানি এসেছে, তা গত ৫০-৬০ বছরের মধ্যে তা হয়নি।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জের একটি খাদ্য গুদামে ৭ হাজার ৫০০ মেট্রিক টন খাদ্য ছিল। চারপাশে দেয়াল তৈরি করে সুনামগঞ্জ সদরের খাদ্যগুদাম রক্ষা করা হয়েছে। আর একটা গুদামে ৫ হাজার মেট্রিক টন সার ছিল, সেটিও রক্ষা করা হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সিলেটের বন্যায় সবচেয়ে প্রশংসিত বিষয়, সেখানকার মানুষের ধৈর্য। সিলেটে মানুষ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে, মানুষ কোথাও ক্ষুব্ধ হয়নি।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫