কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইরানে ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ছে। এর মধ্যেই রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বৈধ ও অবৈধ অবস্থায় অবস্থান করছেন বাংলাদেশের প্রায় ২ হাজার ৫০০ নাগরিক। এর মধ্যে ২০০ শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকায় তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদ্বিগ্ন।
ইরানে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল আজকের পত্রিকাকে আজ সোমবার বলেন, এ বিষয়ে আইওএমের (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দূতাবাস কাজ করছে।
ইরানে ইসরায়েলের হামলার মধ্যে বাংলাদেশের নাগরিকেরা কেমন আছেন, নিরাপদ আছেন কি না, সে বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে যোগাযোগ করা হলে দূতাবাসে কর্মরত এক ব্যক্তি জানান, দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল থেকে হামলার শব্দ প্রতিনিয়ত শোনা যাচ্ছে। সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গর্জে ওঠার শব্দও নিয়মিত শোনা যায়। এর মধ্যে ভালো থাকা কঠিন।
দুই মিনিটের মধ্যে কথা শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, সংযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
দূতাবাস সূত্র জানায়, তেহরান, বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে হাজার দু-এক বাংলাদেশি কয়েক দশক ধরে স্থায়ীভাবে আছেন। তাঁদের অনেকে সেখানেই বিয়েশাদি করে থিতু হয়েছেন। দাদা-নানা হয়েছেন। নিজেদের নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতিতে তাঁরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
এর বাইরে তেহরান, কোমসহ কয়েকটি স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন। তাঁদের নিয়ে দূতাবাসের উদ্বেগ বেশি। পরিস্থিতির অবনতির কারণে ছাত্রাবাসগুলো বন্ধ হয়ে গেলে তাঁরা কোথায় আশ্রয় নেবেন, কীভাবে চলবেন, তা নিয়ে দূতাবাসকে ভাবতে হচ্ছে।
দূতাবাসের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া শখানেক বাংলাদেশিও দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে ৩০ জনের একটি গ্রুপের ১৩ জুন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা যেতে পারেননি। এ ছাড়া কিছু পেশাদার ব্যক্তি, ভ্রমণ ও চিকিৎসার জন্য আসা ৪০ থেকে ৫০ জন এখন তেহরান ও আশপাশের এলাকায় আছেন। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সবাই আটকে গেছেন। যেতে পারছেন না।
ওই কর্মকর্তা আরও জানান, কমবেশি ৩০০ ব্যক্তিকে স্থলপথে তুরস্ক ও আর্মেনিয়া হয়ে ইরান থেকে নিরাপদ স্থানে যেতে দূতাবাস সহায়তা দেওয়ার চেষ্টা করছে। তাঁদের জন্য ভিসার ব্যবস্থা করতে তেহরানে দেশ দুটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে।
ইরানে হামলা তীব্রতর হওয়ার কারণে বাড়া ঝুঁকির মধ্যেও দূতাবাস সক্রিয় আছে—এমনটি জানিয়ে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ঝুঁকি আরও বাড়লে দূতাবাসে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের তেহরানের বাইরে পাঠিয়ে দেওয়ার দিকটিও বিবেচনায় আছে। আর নিরুপায় না হওয়া পর্যন্ত দূতাবাস চালু রাখার চেষ্টা চলবে।
মানব পাচার একটি বড় সমস্যা—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ইরানের ভেতর দিয়ে ইরাক ও তুরস্ক হয়ে ইউরোপে মানুষ পাচারের চেষ্টা চলতেই থাকে। পাচারকারীদের শিকার ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি বিভিন্ন এলাকায় আছেন। পরিস্থিতি অনুযায়ী এ সংখ্যা ওঠানামা করে। এই শ্রেণির ব্যক্তিদের বিষয়ে দূতাবাসের কাছে তেমন কোনো তথ্য নেই।
ইরানে ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ছে। এর মধ্যেই রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বৈধ ও অবৈধ অবস্থায় অবস্থান করছেন বাংলাদেশের প্রায় ২ হাজার ৫০০ নাগরিক। এর মধ্যে ২০০ শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকায় তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদ্বিগ্ন।
ইরানে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল আজকের পত্রিকাকে আজ সোমবার বলেন, এ বিষয়ে আইওএমের (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দূতাবাস কাজ করছে।
ইরানে ইসরায়েলের হামলার মধ্যে বাংলাদেশের নাগরিকেরা কেমন আছেন, নিরাপদ আছেন কি না, সে বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে যোগাযোগ করা হলে দূতাবাসে কর্মরত এক ব্যক্তি জানান, দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল থেকে হামলার শব্দ প্রতিনিয়ত শোনা যাচ্ছে। সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গর্জে ওঠার শব্দও নিয়মিত শোনা যায়। এর মধ্যে ভালো থাকা কঠিন।
দুই মিনিটের মধ্যে কথা শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, সংযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
দূতাবাস সূত্র জানায়, তেহরান, বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে হাজার দু-এক বাংলাদেশি কয়েক দশক ধরে স্থায়ীভাবে আছেন। তাঁদের অনেকে সেখানেই বিয়েশাদি করে থিতু হয়েছেন। দাদা-নানা হয়েছেন। নিজেদের নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতিতে তাঁরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
এর বাইরে তেহরান, কোমসহ কয়েকটি স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন। তাঁদের নিয়ে দূতাবাসের উদ্বেগ বেশি। পরিস্থিতির অবনতির কারণে ছাত্রাবাসগুলো বন্ধ হয়ে গেলে তাঁরা কোথায় আশ্রয় নেবেন, কীভাবে চলবেন, তা নিয়ে দূতাবাসকে ভাবতে হচ্ছে।
দূতাবাসের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া শখানেক বাংলাদেশিও দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে ৩০ জনের একটি গ্রুপের ১৩ জুন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা যেতে পারেননি। এ ছাড়া কিছু পেশাদার ব্যক্তি, ভ্রমণ ও চিকিৎসার জন্য আসা ৪০ থেকে ৫০ জন এখন তেহরান ও আশপাশের এলাকায় আছেন। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সবাই আটকে গেছেন। যেতে পারছেন না।
ওই কর্মকর্তা আরও জানান, কমবেশি ৩০০ ব্যক্তিকে স্থলপথে তুরস্ক ও আর্মেনিয়া হয়ে ইরান থেকে নিরাপদ স্থানে যেতে দূতাবাস সহায়তা দেওয়ার চেষ্টা করছে। তাঁদের জন্য ভিসার ব্যবস্থা করতে তেহরানে দেশ দুটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে।
ইরানে হামলা তীব্রতর হওয়ার কারণে বাড়া ঝুঁকির মধ্যেও দূতাবাস সক্রিয় আছে—এমনটি জানিয়ে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ঝুঁকি আরও বাড়লে দূতাবাসে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের তেহরানের বাইরে পাঠিয়ে দেওয়ার দিকটিও বিবেচনায় আছে। আর নিরুপায় না হওয়া পর্যন্ত দূতাবাস চালু রাখার চেষ্টা চলবে।
মানব পাচার একটি বড় সমস্যা—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ইরানের ভেতর দিয়ে ইরাক ও তুরস্ক হয়ে ইউরোপে মানুষ পাচারের চেষ্টা চলতেই থাকে। পাচারকারীদের শিকার ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি বিভিন্ন এলাকায় আছেন। পরিস্থিতি অনুযায়ী এ সংখ্যা ওঠানামা করে। এই শ্রেণির ব্যক্তিদের বিষয়ে দূতাবাসের কাছে তেমন কোনো তথ্য নেই।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে