অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভাগীয় ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুদক।
আজ মঙ্গলবার বিকেলে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে ধানমন্ডির সিআরআই অফিসে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আক্তার হোসেন বলেন, অভিযোগে সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর থাকার তথ্য পাওয়া গেছে।
মহাপরিচালক জানান, সিআরআইয়ের কার্যালয়ে গিয়ে কার্যালয়টি বন্ধ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল (ডাচ্–বাংলা, আইএফ আইসি, সোনালী ব্যাংক) ওই সব ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানিয়েছেন, অভিযানে ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘উনারা (সিআরআই) ননপ্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করেন। আমরা যে নিয়মিত অভিযান করি, সেটারই একটি অংশ। অভিযোগে যতটুকু তথ্য ছিল, সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।’
এদিন বেলা ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সিআর অফিসের ঠিকানায় অভিযানে যায় দুদকের অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ–এ যায় এনফোর্সমেন্ট টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাননি সংস্থাটির অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
এর আগে গত ২৯ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না পাওয়ার কথা জানায় দুদক।
রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভাগীয় ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুদক।
আজ মঙ্গলবার বিকেলে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে ধানমন্ডির সিআরআই অফিসে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আক্তার হোসেন বলেন, অভিযোগে সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর থাকার তথ্য পাওয়া গেছে।
মহাপরিচালক জানান, সিআরআইয়ের কার্যালয়ে গিয়ে কার্যালয়টি বন্ধ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল (ডাচ্–বাংলা, আইএফ আইসি, সোনালী ব্যাংক) ওই সব ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানিয়েছেন, অভিযানে ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘উনারা (সিআরআই) ননপ্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করেন। আমরা যে নিয়মিত অভিযান করি, সেটারই একটি অংশ। অভিযোগে যতটুকু তথ্য ছিল, সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।’
এদিন বেলা ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সিআর অফিসের ঠিকানায় অভিযানে যায় দুদকের অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ–এ যায় এনফোর্সমেন্ট টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাননি সংস্থাটির অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
এর আগে গত ২৯ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না পাওয়ার কথা জানায় দুদক।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫