ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে চার জন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজী ও বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন দুই জেলে। বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বরগুনা
বেতাগী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বেতাগীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে নান্না জোমাদ্দার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। পানিতে তাঁর জাল আটকে যায়। পরে স্রোতের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ফেনী
সোনাগাজী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, সোনাগাজীতে চিংড়ি পোনা মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে হাদিউজ্জামানসহ আরও তিন জেলে ছোট ফেনী নদীতে জাল দিয়ে চিংড়ি পোনা মাছ ধরতে যান। এসময় পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের কবলে পড়েন তাঁরা। অন্য দুজন সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে রক্ষা পেলেও হাদিউজ্জামান নিখোঁজ হন। নিখোঁজের ৮ ঘণ্টা পর ছোট ফেনী নদী থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা
লালমোহন উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।
এছাড়াও সারাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল।
ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে চার জন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজী ও বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন দুই জেলে। বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বরগুনা
বেতাগী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বেতাগীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে নান্না জোমাদ্দার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। পানিতে তাঁর জাল আটকে যায়। পরে স্রোতের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ফেনী
সোনাগাজী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, সোনাগাজীতে চিংড়ি পোনা মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে হাদিউজ্জামানসহ আরও তিন জেলে ছোট ফেনী নদীতে জাল দিয়ে চিংড়ি পোনা মাছ ধরতে যান। এসময় পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের কবলে পড়েন তাঁরা। অন্য দুজন সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে রক্ষা পেলেও হাদিউজ্জামান নিখোঁজ হন। নিখোঁজের ৮ ঘণ্টা পর ছোট ফেনী নদী থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা
লালমোহন উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।
এছাড়াও সারাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২২ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২২ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২২ দিন আগে