কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের পশ্চিমা বন্ধুরা দেশটির সঙ্গে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রত্যাবাসনে সহায়ক পরিবেশ তৈরিতে চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা ক্রইসিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন: ওয়াট ইজ টুবি ডান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস পত্রিকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন।
মিয়ানমার বাংলাদেশের শত্রু নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী। রোহিঙ্গাদের ফেরত নিতে একমত হয়েছিল মিয়ানমার। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে কি-না। আর এর জন্য তিনটি চুক্তি করেছি, যাতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে রাজি হয়েছে মিয়ানমার। সেই সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতেও রাজি হয়েছে। মিয়ানমার তাদের কথা রাখেনি।’
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে রোহিঙ্গাদের গণহত্যা শুরু হয়েছে। কোনো দেশ এগিয়ে আসেনি তাদের উদ্ধার করতে। এ ক্ষেত্রে বাংলাদেশ উদারতা দেখিয়েছে। বহু পশ্চিমা দেশ মানবিক দিক থেকে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। আর এ দেশগুলোর মধ্যে কিছু দেশের মিয়ানমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। বিশ্ব ও মানবতার নেতৃবৃন্দ যারা শক্ত ভাবে জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে, তারা ক্রমাগত মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের ব্যবসার মাত্রা দেখলে দেখা যায় যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য গত ৪ বছরে ৩ গুন থেকে বেড়ে ১৫ গুনে গিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তাদের অনেক সদস্য রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছে।’
আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন তাদের ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন চাপ ছিল উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘পূর্বে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। চীন মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।’ এ ছাড়া বাংলাদেশের অন্যান্য পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
প্রত্যাবাসনে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের নেতৃত্বে থাকা রাষ্ট্রগুলো, যারা মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা করছে, যেমন চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসতে বলেন তিনি। মিয়ানমারের সহায়ক পরিবেশ তৈরি করা এ দেশগুলোর দায়িত্ব।’
এ সময় এম সাখওয়াত হোসেন বলেন, ‘সাধারণত পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। যদি অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকে, তবে তা মিয়ানমারের জন্য বড় ধরনের ধাক্কা হবে। কারণ অন্যান্য দেশ অস্ত্র বিক্রি করলেও তার অর্থ বিনিময় করতে পারবে না।’
ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অঞ্চলের প্রধান শক্তিধর দেশগুলো চীন, ভারত এবং জাপানকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো ভূমিকা রাখতে সংযুক্ত করতে হবে। এ দেশগুলো প্রধান ভূমিকা পালন করতে পারে।’
মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের পশ্চিমা বন্ধুরা দেশটির সঙ্গে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রত্যাবাসনে সহায়ক পরিবেশ তৈরিতে চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা ক্রইসিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন: ওয়াট ইজ টুবি ডান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস পত্রিকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন।
মিয়ানমার বাংলাদেশের শত্রু নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী। রোহিঙ্গাদের ফেরত নিতে একমত হয়েছিল মিয়ানমার। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে কি-না। আর এর জন্য তিনটি চুক্তি করেছি, যাতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে রাজি হয়েছে মিয়ানমার। সেই সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতেও রাজি হয়েছে। মিয়ানমার তাদের কথা রাখেনি।’
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে রোহিঙ্গাদের গণহত্যা শুরু হয়েছে। কোনো দেশ এগিয়ে আসেনি তাদের উদ্ধার করতে। এ ক্ষেত্রে বাংলাদেশ উদারতা দেখিয়েছে। বহু পশ্চিমা দেশ মানবিক দিক থেকে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। আর এ দেশগুলোর মধ্যে কিছু দেশের মিয়ানমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। বিশ্ব ও মানবতার নেতৃবৃন্দ যারা শক্ত ভাবে জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে, তারা ক্রমাগত মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের ব্যবসার মাত্রা দেখলে দেখা যায় যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য গত ৪ বছরে ৩ গুন থেকে বেড়ে ১৫ গুনে গিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তাদের অনেক সদস্য রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছে।’
আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন তাদের ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন চাপ ছিল উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘পূর্বে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। চীন মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।’ এ ছাড়া বাংলাদেশের অন্যান্য পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
প্রত্যাবাসনে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের নেতৃত্বে থাকা রাষ্ট্রগুলো, যারা মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা করছে, যেমন চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসতে বলেন তিনি। মিয়ানমারের সহায়ক পরিবেশ তৈরি করা এ দেশগুলোর দায়িত্ব।’
এ সময় এম সাখওয়াত হোসেন বলেন, ‘সাধারণত পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। যদি অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকে, তবে তা মিয়ানমারের জন্য বড় ধরনের ধাক্কা হবে। কারণ অন্যান্য দেশ অস্ত্র বিক্রি করলেও তার অর্থ বিনিময় করতে পারবে না।’
ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অঞ্চলের প্রধান শক্তিধর দেশগুলো চীন, ভারত এবং জাপানকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো ভূমিকা রাখতে সংযুক্ত করতে হবে। এ দেশগুলো প্রধান ভূমিকা পালন করতে পারে।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫