অনলাইন ডেস্ক
সরিয়ে নেওয়া হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রদর্শিত পোস্টারটি। বইমেলা কর্তৃপক্ষ বাংলা একাডেমি বলছে, এটি তারা তৈরি করেনি। পোস্টারে সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম লেখা আছে। সেটি সরিয়ে ফেলা হয়েছে।
বইমেলার বাইরে রাস্তায় মেলার সজ্জা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের কিছু পোস্টার দেখা যায়। ‘৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা’ স্লোগান লেখা একটি পোস্টারে থাকা ছবি নিয়ে ফেসবুকে সমালোচনা তৈরি হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ছবি।
আলোকচিত্রী সাহাদাত পারভেজ পোস্টারের ছবি এবং পোস্টারে থাকা আসল ছবিটি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এটা কী করলো সংস্কৃতি মন্ত্রণালয়! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ছবিকে বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি বলে চালিয়ে দিল। আমি মূল ছবিটা সংযুক্ত করলাম। ছবিতে মাঝখানের মেয়েটি লীনু হক। তিনি তখন অগ্রণী স্কুলের দশম শ্রেণির ছাত্রী। লাঠিতে ঢেকে গেছে যার মুখ তিনি জাসদ নেত্রী শিরীন আখতার। তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। একেবারে বাম পাশের মেয়েটি মুক্তিযোদ্ধা ফোরকান বেগম। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।’
তিনি আরও লিখেছেন, ‘১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে কবি সুফিয়া কামালের নেতৃত্ব ও সভাপতিত্বে যে নারী সমাবেশ হয়—এটি তাঁর ছবি। ছবিটি পরদিন ১৬ মার্চ “পাক্ষিক চিত্রিতা” পত্রিকায় প্রকাশিত হয়। আরেকটা কথা—বায়ান্ন সালে আমাদের এই শহীদ মিনার ছিল না। “মা–বোনেরা অস্ত্র ধর, বাংলাদেশ মুক্ত কর” এই স্লোগানও ছিল না। আর একেবারে ডান দিকের ফেস্টুনে লেখা আছে—“শেখ মুজিবের পথ ধর, বাংলাদেশ মুক্ত কর”। একাত্তরের ছবিকে বায়ান্নর বলে চালিয়ে দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। ”
পোস্টটি মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌস হক লিনুকে ট্যাগ করা হয়। এরপরে সেখানে বিভিন্নজন নানা মন্তব্য করেন। শুরু হয় সমালোচনা।
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘এটি বাংলা একাডেমি করেনি। আর পোস্টারটি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।’
সরিয়ে নেওয়া হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রদর্শিত পোস্টারটি। বইমেলা কর্তৃপক্ষ বাংলা একাডেমি বলছে, এটি তারা তৈরি করেনি। পোস্টারে সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম লেখা আছে। সেটি সরিয়ে ফেলা হয়েছে।
বইমেলার বাইরে রাস্তায় মেলার সজ্জা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের কিছু পোস্টার দেখা যায়। ‘৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা’ স্লোগান লেখা একটি পোস্টারে থাকা ছবি নিয়ে ফেসবুকে সমালোচনা তৈরি হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ছবি।
আলোকচিত্রী সাহাদাত পারভেজ পোস্টারের ছবি এবং পোস্টারে থাকা আসল ছবিটি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এটা কী করলো সংস্কৃতি মন্ত্রণালয়! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ছবিকে বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি বলে চালিয়ে দিল। আমি মূল ছবিটা সংযুক্ত করলাম। ছবিতে মাঝখানের মেয়েটি লীনু হক। তিনি তখন অগ্রণী স্কুলের দশম শ্রেণির ছাত্রী। লাঠিতে ঢেকে গেছে যার মুখ তিনি জাসদ নেত্রী শিরীন আখতার। তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। একেবারে বাম পাশের মেয়েটি মুক্তিযোদ্ধা ফোরকান বেগম। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।’
তিনি আরও লিখেছেন, ‘১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে কবি সুফিয়া কামালের নেতৃত্ব ও সভাপতিত্বে যে নারী সমাবেশ হয়—এটি তাঁর ছবি। ছবিটি পরদিন ১৬ মার্চ “পাক্ষিক চিত্রিতা” পত্রিকায় প্রকাশিত হয়। আরেকটা কথা—বায়ান্ন সালে আমাদের এই শহীদ মিনার ছিল না। “মা–বোনেরা অস্ত্র ধর, বাংলাদেশ মুক্ত কর” এই স্লোগানও ছিল না। আর একেবারে ডান দিকের ফেস্টুনে লেখা আছে—“শেখ মুজিবের পথ ধর, বাংলাদেশ মুক্ত কর”। একাত্তরের ছবিকে বায়ান্নর বলে চালিয়ে দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। ”
পোস্টটি মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌস হক লিনুকে ট্যাগ করা হয়। এরপরে সেখানে বিভিন্নজন নানা মন্তব্য করেন। শুরু হয় সমালোচনা।
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘এটি বাংলা একাডেমি করেনি। আর পোস্টারটি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে