আজকের পত্রিকা ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে ডুবেছে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা। জোয়ারের তোড়ে ভেসে গেছে ওই সব অঞ্চলের ঘেরের মাছ ও রাস্তাঘাট। নিম্নচাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর হাতিয়া। উপজেলার বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে করমজল, সুপতি, ভোলা, কটকা, দুবলা এলাকায় পাঁচটি মিঠাপানির পুকুরে লোনাপানিতে নিমজ্জিত হয়েছে। ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাটটি।
এদিকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন নৌরুটে যান চলাচল শুরু হয়েছে। পাঁচ দিন ধরে বন্ধ থাকা টেকনাফ-সেন্ট মার্টিন রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞাও তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।
মিঠাপানির পুকুরে লোনাপানি
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। করমজল, সুপতি, ভোলা, কটকা, দুবলা এলাকায় পাঁচটি মিঠাপানির পুকুরে লোনাপানিতে নিমজ্জিত হয়েছে। এর ফলে ওই এলাকার বন্য প্রাণীদের মিঠাপানির উৎস বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দুবলার চর এলাকা থেকে দুটি হরিণের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় “শক্তি”র ফলে এবার আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাঁচটি পুকুর লোনাপানিতে নিমজ্জিত হয়েছে। এর ফলে বন্য প্রাণীদের পানি খাওয়ায় সাময়িক অসুবিধা হচ্ছে। এ ছাড়া পানির তোড়ে ভেসে যাওয়া অবস্থায় আমরা একটি হরিণশাবক উদ্ধার করেছি। দুবলার চর এলাকা থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।’
এদিকে বলেশ্বর ও ভোলা নদীর পানিতে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মূল বেড়িবাঁধের বাইরে থাকা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুটি স্থানের ১০০ ফুট ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে প্লাবিত হয়েছে লোকালয়।
আতঙ্কে ২০ হাজার পরিবার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে বেড়িবাঁধ ভেঙে না গেলেও কয়েকটি এলাকায় এক-তৃতীয়াংশ বাঁধ ভেঙে গেছে, যেকোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশটুকু মেরামত না করলে ক্ষতির মুখে পড়বে বেড়িবাঁধের ভেতরে বসবাস করা প্রায় ২০ হাজার পরিবার।
চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দা ফিরোজা বেগম বলেন, ‘বেড়ির বাইরে জোয়ারে বসতঘর ভেঙে নিয়ে যায়। আমাদের এখন দেখার কেউ নাই। সহযোগিতা করার কেউ নাই। কীভাবে ঘর-দুয়ার মেরামত করব, কার কাছে যাব, আমাদের পাশে কেউ নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হাতিয়ায় জোয়ারে কয়েকটি ইউনিয়নে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চরঈশ্বরে নলচিরা সুখচর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বেড়িবাঁধের বাইরে বসবাস করা ক্ষতিগ্রস্ত পরিবারকে তালিকাভুক্তির কাজ চলছে।
জলে গেল ২০০ কোটির প্রকল্প
ত্বরিতগতিতে নির্মাণকাজ শেষে গত ২৪ মার্চ উদ্বোধন করা হয় চট্টগ্রামের সন্দ্বীপবাসীর কাঙ্ক্ষিত বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটটি। কিন্তু উদ্বোধনের দুই মাসের মাথায় নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাঁশবাড়িয়া ফেরিঘাটটি। সেই সঙ্গে ইট-সুরকি উঠে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ থেকে ফেরিঘাট পর্যন্ত নবনির্মিত ৮০০ মিটার সড়ক।
বাঁশবাড়িয়ার বাসিন্দা সোলেমান হোসেন বলেন, সরকারের আগ্রহের কারণে ত্বরিতগতিতে কাজ করে ফেরি সার্ভিসটি চালু করা হয়। কিন্তু তড়িঘড়ি করার কারণে কাজের মান যাচাই-বাছাই সঠিকভাবে করা হয়নি। যার ফলে বর্ষা শুরুতে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারে লন্ডভন্ড হয়ে গেছে ফেরিঘাট।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ফেরি চালু হলেও এখনো চলমান রয়েছে সড়কের নির্মাণকাজ। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃদ্ধি পাওয়া জলোচ্ছ্বাসের কারণে ফেরিঘাটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফেরিঘাট ও ঘাটসংলগ্ন সড়কের ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তাদের কর্মরত প্রকৌশলীরা একটি তালিকা প্রণয়ন করবেন। সেই অনুযায়ী মেরামতকাজ করা হবে।
বিভিন্ন রুটে নৌযান চলাচল শুরু
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল থেকে কক্সবাজার-মহেশখালী রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। একই সময়ে মহেশখালীর গোরকঘাটা-চৌফলদণ্ডী রুটেও নৌযান চলাচল শুরু হয়েছে। পাঁচ দিন ধরে বন্ধ থাকা টেকনাফ-সেন্ট মার্টিন রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।
গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে জানানো হয়েছে, সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরের সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ দিন সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হয়নি।
[প্রতিবেদনে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে ডুবেছে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা। জোয়ারের তোড়ে ভেসে গেছে ওই সব অঞ্চলের ঘেরের মাছ ও রাস্তাঘাট। নিম্নচাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর হাতিয়া। উপজেলার বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে করমজল, সুপতি, ভোলা, কটকা, দুবলা এলাকায় পাঁচটি মিঠাপানির পুকুরে লোনাপানিতে নিমজ্জিত হয়েছে। ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাটটি।
এদিকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন নৌরুটে যান চলাচল শুরু হয়েছে। পাঁচ দিন ধরে বন্ধ থাকা টেকনাফ-সেন্ট মার্টিন রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞাও তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।
মিঠাপানির পুকুরে লোনাপানি
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। করমজল, সুপতি, ভোলা, কটকা, দুবলা এলাকায় পাঁচটি মিঠাপানির পুকুরে লোনাপানিতে নিমজ্জিত হয়েছে। এর ফলে ওই এলাকার বন্য প্রাণীদের মিঠাপানির উৎস বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দুবলার চর এলাকা থেকে দুটি হরিণের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় “শক্তি”র ফলে এবার আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাঁচটি পুকুর লোনাপানিতে নিমজ্জিত হয়েছে। এর ফলে বন্য প্রাণীদের পানি খাওয়ায় সাময়িক অসুবিধা হচ্ছে। এ ছাড়া পানির তোড়ে ভেসে যাওয়া অবস্থায় আমরা একটি হরিণশাবক উদ্ধার করেছি। দুবলার চর এলাকা থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।’
এদিকে বলেশ্বর ও ভোলা নদীর পানিতে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মূল বেড়িবাঁধের বাইরে থাকা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুটি স্থানের ১০০ ফুট ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে প্লাবিত হয়েছে লোকালয়।
আতঙ্কে ২০ হাজার পরিবার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে বেড়িবাঁধ ভেঙে না গেলেও কয়েকটি এলাকায় এক-তৃতীয়াংশ বাঁধ ভেঙে গেছে, যেকোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশটুকু মেরামত না করলে ক্ষতির মুখে পড়বে বেড়িবাঁধের ভেতরে বসবাস করা প্রায় ২০ হাজার পরিবার।
চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দা ফিরোজা বেগম বলেন, ‘বেড়ির বাইরে জোয়ারে বসতঘর ভেঙে নিয়ে যায়। আমাদের এখন দেখার কেউ নাই। সহযোগিতা করার কেউ নাই। কীভাবে ঘর-দুয়ার মেরামত করব, কার কাছে যাব, আমাদের পাশে কেউ নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হাতিয়ায় জোয়ারে কয়েকটি ইউনিয়নে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চরঈশ্বরে নলচিরা সুখচর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বেড়িবাঁধের বাইরে বসবাস করা ক্ষতিগ্রস্ত পরিবারকে তালিকাভুক্তির কাজ চলছে।
জলে গেল ২০০ কোটির প্রকল্প
ত্বরিতগতিতে নির্মাণকাজ শেষে গত ২৪ মার্চ উদ্বোধন করা হয় চট্টগ্রামের সন্দ্বীপবাসীর কাঙ্ক্ষিত বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটটি। কিন্তু উদ্বোধনের দুই মাসের মাথায় নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাঁশবাড়িয়া ফেরিঘাটটি। সেই সঙ্গে ইট-সুরকি উঠে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ থেকে ফেরিঘাট পর্যন্ত নবনির্মিত ৮০০ মিটার সড়ক।
বাঁশবাড়িয়ার বাসিন্দা সোলেমান হোসেন বলেন, সরকারের আগ্রহের কারণে ত্বরিতগতিতে কাজ করে ফেরি সার্ভিসটি চালু করা হয়। কিন্তু তড়িঘড়ি করার কারণে কাজের মান যাচাই-বাছাই সঠিকভাবে করা হয়নি। যার ফলে বর্ষা শুরুতে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারে লন্ডভন্ড হয়ে গেছে ফেরিঘাট।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ফেরি চালু হলেও এখনো চলমান রয়েছে সড়কের নির্মাণকাজ। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃদ্ধি পাওয়া জলোচ্ছ্বাসের কারণে ফেরিঘাটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফেরিঘাট ও ঘাটসংলগ্ন সড়কের ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তাদের কর্মরত প্রকৌশলীরা একটি তালিকা প্রণয়ন করবেন। সেই অনুযায়ী মেরামতকাজ করা হবে।
বিভিন্ন রুটে নৌযান চলাচল শুরু
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল থেকে কক্সবাজার-মহেশখালী রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। একই সময়ে মহেশখালীর গোরকঘাটা-চৌফলদণ্ডী রুটেও নৌযান চলাচল শুরু হয়েছে। পাঁচ দিন ধরে বন্ধ থাকা টেকনাফ-সেন্ট মার্টিন রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।
গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে জানানো হয়েছে, সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরের সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ দিন সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হয়নি।
[প্রতিবেদনে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৭ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৭ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৭ দিন আগে