Ajker Patrika

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল, মৃত্যু ৭৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল, মৃত্যু ৭৩

দেশে এখনো কমেনি ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আরও দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৭ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন। আগেরদিন ১৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ঢাকায় ১৬২ জন এবং ঢাকার বাইরে ৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ৯০১ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৩১ জন। বাইরে ভর্তি আছেন ১৭০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৫৯ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৩ জনের। আর চলতি মাসের চার দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৯৩৬ জন। মৃত্যু হয়েছে চারজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ঢাকা শিশু হাসপাতালে পাঁচজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, মুগদা জেনারেল হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ জন, বিজিবি হাসপাতালে তিনজন ও সংক্রামণব্যাধি হাসপাতালে একজন। 

উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করে। কিন্তু তার মধ্যে চারটিতেই কোন চিকিৎসা ব্যবস্থা ছিল না। 

কীটতত্ত্ববিদেরা বলছেন, 'বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার তেমন সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে এলেই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত