নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগের বকেয়া পরিশোধ করতেও বলা হয়েছে। তবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে জরুরি রপ্তানি থাকলে সে ক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন মালিকেরা।
আজ সোমবার রাজধানীর শ্রম ভবনে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১২তম সভায় এসব নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদ্যাপিত হবে। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।’ তবে কত তারিখের মধ্যে দিতে হবে তা তিনি বলেননি।
সভায় ২০ রমজানের আগেই পোশাককারখানার শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি জানিয়ে শ্রমিক নেতা নাজমা বলেন, ‘এই সময়ের বোনাস পেলে শ্রমিকেরা নিজের ও পরিবারের জন্য ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করতে পারবেন। আবার ২৭ রমজানের আগেই এপ্রিল মাসের ন্যূনতম ১৫ দিনের বেতন দিতে হবে। এটা করতে পারলে শ্রমিকেরা নিজ পরিবারের সঙ্গে গ্রামে উৎসব উদ্যাপন করতে পারবেন।’
শ্রমিক নেতা রাশেদুল হক রাজু বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে তা শ্রমিকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। টিসিবির মাধ্যমে শ্রমিকদের পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ঈদে বাসের ভাড়া না বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএয়ের সহসভাপতি নাসির হোসেন, বিকেএমইএয়ের প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগের বকেয়া পরিশোধ করতেও বলা হয়েছে। তবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে জরুরি রপ্তানি থাকলে সে ক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন মালিকেরা।
আজ সোমবার রাজধানীর শ্রম ভবনে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১২তম সভায় এসব নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদ্যাপিত হবে। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।’ তবে কত তারিখের মধ্যে দিতে হবে তা তিনি বলেননি।
সভায় ২০ রমজানের আগেই পোশাককারখানার শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি জানিয়ে শ্রমিক নেতা নাজমা বলেন, ‘এই সময়ের বোনাস পেলে শ্রমিকেরা নিজের ও পরিবারের জন্য ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করতে পারবেন। আবার ২৭ রমজানের আগেই এপ্রিল মাসের ন্যূনতম ১৫ দিনের বেতন দিতে হবে। এটা করতে পারলে শ্রমিকেরা নিজ পরিবারের সঙ্গে গ্রামে উৎসব উদ্যাপন করতে পারবেন।’
শ্রমিক নেতা রাশেদুল হক রাজু বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে তা শ্রমিকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। টিসিবির মাধ্যমে শ্রমিকদের পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ঈদে বাসের ভাড়া না বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএয়ের সহসভাপতি নাসির হোসেন, বিকেএমইএয়ের প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২০ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২০ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২০ দিন আগে