Ajker Patrika

করোনায় দেশে আরও ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪ 

নিজস্ব প্রতিবেদক
করোনায় দেশে আরও ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪ 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২, আর আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  দেশে করোনায় দৈনিক হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে। এর আগে গত বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দেশে করোনায় মৃত্যু এক শর ওপরে থাকছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫৬৬টি সক্রিয় ল্যাবে ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে  করোনাভাইরাস পজিটিভ আসে ৬ হাজার ২১৪টি। নমুনা  পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২৭ শতাংশ।   

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত