নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।
শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’
জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’
জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।
শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’
জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে