নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন রমজানে কোনো নিত্যপণ্যের দাম বাড়লে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রস্তাবও নাকচ করা হয় ওই সভায়। নির্দেশ আসে, ৩১ মের পর থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বরের পর পামওয়েল তেল খোলা বাজারে বিক্রি করা যাবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে জানানো হয়, দেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। রোজার মাসে আড়াই থেকে ৩ লাখ মেট্রিক টন চাহিদা থাকে। এখন পর্যন্ত ১৮ লাখ মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে এবং স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে ২.৩ মেট্রিক টন। অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি প্রায় ৫ লাখ মেট্রিক টন। তাই নতুন করে তেল আমদানির প্রয়োজন নেই।
গত রোববার ২৭ ফেব্রুয়ারি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। আজকের বৈঠকে সে প্রস্তাবকে নাকচ করে দেয় মন্ত্রণালয়।
বর্তমান দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা, এক লিটারের বোতল ১৮০ টাকা, ৫ লিটারের বোতল ৮৭০ টাকা ও এক লিটার পাম তেল ১৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লিখিত প্রস্তাবে বলা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গত ৬ ফেব্রুয়ারি লিটারপ্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। এর আগে ১৯ অক্টোবর লিটারপ্রতি ৭ টাকা দাম বাড়ানো হয়। অর্থাৎ অক্টোবর থেকে তিন দফায় লিটারপ্রতি দাম বেড়েছে ২৭ টাকা।
আজকের সভায় জানানো হয়, দেশে প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে। পবিত্র রমজানের চাহিদা ৩ লক্ষ মেট্রিক টন, আখ থেকে চিনির স্থানীয় উৎপাদন ৩০-৪০ হাজার মেট্রিক টন এবং আমদানি করা হয়েছে প্রায় ১৯ লাখ মেট্রিক টন। পেঁয়াজের বিষয়ে বৈঠকে বলা হয়, বছরে দেশে প্রায় ২৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকলেও রোজায় ৪ থেকে সাড়ে ৪ লাখ মেট্রিক টন ভোক্তারা ব্যবহার করেন।
সরকার স্থানীয় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে ৩৫ লাখ মেট্রিক টন, আমদানি করা হয়েছে প্রায় ৭ লক্ষ মেট্রিক টন।
আসন্ন রমজানে কোনো নিত্যপণ্যের দাম বাড়লে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রস্তাবও নাকচ করা হয় ওই সভায়। নির্দেশ আসে, ৩১ মের পর থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বরের পর পামওয়েল তেল খোলা বাজারে বিক্রি করা যাবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে জানানো হয়, দেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। রোজার মাসে আড়াই থেকে ৩ লাখ মেট্রিক টন চাহিদা থাকে। এখন পর্যন্ত ১৮ লাখ মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে এবং স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে ২.৩ মেট্রিক টন। অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি প্রায় ৫ লাখ মেট্রিক টন। তাই নতুন করে তেল আমদানির প্রয়োজন নেই।
গত রোববার ২৭ ফেব্রুয়ারি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। আজকের বৈঠকে সে প্রস্তাবকে নাকচ করে দেয় মন্ত্রণালয়।
বর্তমান দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা, এক লিটারের বোতল ১৮০ টাকা, ৫ লিটারের বোতল ৮৭০ টাকা ও এক লিটার পাম তেল ১৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লিখিত প্রস্তাবে বলা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গত ৬ ফেব্রুয়ারি লিটারপ্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। এর আগে ১৯ অক্টোবর লিটারপ্রতি ৭ টাকা দাম বাড়ানো হয়। অর্থাৎ অক্টোবর থেকে তিন দফায় লিটারপ্রতি দাম বেড়েছে ২৭ টাকা।
আজকের সভায় জানানো হয়, দেশে প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে। পবিত্র রমজানের চাহিদা ৩ লক্ষ মেট্রিক টন, আখ থেকে চিনির স্থানীয় উৎপাদন ৩০-৪০ হাজার মেট্রিক টন এবং আমদানি করা হয়েছে প্রায় ১৯ লাখ মেট্রিক টন। পেঁয়াজের বিষয়ে বৈঠকে বলা হয়, বছরে দেশে প্রায় ২৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকলেও রোজায় ৪ থেকে সাড়ে ৪ লাখ মেট্রিক টন ভোক্তারা ব্যবহার করেন।
সরকার স্থানীয় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে ৩৫ লাখ মেট্রিক টন, আমদানি করা হয়েছে প্রায় ৭ লক্ষ মেট্রিক টন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৩ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৩ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৩ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৩ দিন আগে