Ajker Patrika

ডেঙ্গুতে দিনে ভর্তি ২৭০ রোগী, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে দিনে ভর্তি ২৭০ রোগী, একজনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন। এদের মধ্যে ২৪০ জন ঢাকায় এবং ৩০ জন ঢাকার বাইরে অবস্থান করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭০ জন। গত ২৪ ঘণ্টায় ছিল ৩০৬ জন। গত দুদিন ধরে তিন শতাধিক রোগী শনাক্ত হলেও গতকাল রোগী শনাক্তের হার ৩০০ এর নিচে নেমে আসে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৯৩ জন। চলতি মাসে ডেঙ্গুতে মারা যান ১৯ জন। আর গত জুলাই মাসে শনাক্ত ও ভর্তি হয়েছিল ২ হাজার ২৮৬ জন। আর মৃত্যু হয়েছিল ১২ জনের। গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৪৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৯ জন, বিজিবি ও কুর্মিটোলা হাসপাতালে একজন করে রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৭ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৯৮২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ২৩৮ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ১৪৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৯৩ জন। এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর হয়েছে। রাজধানীর সরকারি ১২টি ও বেসরকারি ৩০ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে। অধিকাংশ রোগীই বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত