নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুরুত্বপূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে গতকাল সোমবার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি ও সমমনারা। অন্যদিকে জামায়াতে ইসলামী ডিসেম্বর থেকে আগামী এপ্রিলের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ চেয়েছে। প্রধান উপদেষ্টা এদিন আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ‘চমৎকার’ জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে।
গতকাল বিকেল ৫টার দিকে রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়। এতে প্রথমে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; এরপর এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে ২৮টি রাজনৈতিক দল ও জোটের ৩৪ জন প্রতিনিধি অংশ নেন। বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, সিপিবিসহ ২৭টি দলের নেতারা বক্তব্য দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম দিনের সংলাপ শেষ হয়। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সংবিধানের আলোচিত-বিতর্কিত ৭০ অনুচ্ছেদ, দুই কক্ষের সংসদ, সংসদীয় স্থায়ী কমিটি এবং সংরক্ষিত মহিলা আসন নিয়ে সুপারিশের বিষয়ে আলোচনা হবে বলে সূত্রে জানা গেছে।
কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস তাঁর সূচনা বক্তব্যে বলেন, ‘আমরা তো বিভক্তকরণের প্রক্রিয়ার রাজনীতি সৃষ্টি করিনি; আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আশা করি, আমরা সেই পর্বে ঢুকতে পারব। চমৎকার একটা জুলাই সনদ তৈরি করতে পারব।’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের সংলাপে অনেকগুলো বিষয়ে একমত হওয়া এবং দ্বিতীয় পর্বের সংলাপে কাছাকাছি থাকা আরও কিছু বিষয়ে ঐকমত্য হওয়ার চেষ্টার কথা জানিয়ে ড. ইউনূস বলেন, এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে।
সংলাপের দ্বিতীয় ধাপের বিষয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘অনেকগুলো বিষয় আছে, (যা) কাছাকাছি এসে গেছে। আরেকটু হলেই আমাদের ঐকমত্যের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হয়। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’
নির্বাচন নিয়ে বিএনপির দাবি
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এর আগেই জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংস্কার, সেগুলো চিহ্নিত করে ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শুধু সংবিধান ব্যতীত অন্যান্য যে সংস্কার আছে, তা নির্বাহী আদেশে বা অধ্যাদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। যেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটি কারণও নেই।’
বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। সমমনা ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমও সাংবাদিকদের কাছে দাবি করেন, বক্তব্য দেওয়া ২৬ নেতার মধ্যে ২৩ জনই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন। তবে সূত্রে জানা গেছে, বিএনপি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, আমজনতার দল, লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ জাসদ ও বিএলডিপি—এ আটটি দল জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বৈঠকে অধিকাংশ দলই ডিসেম্বরের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি, প্রধান উপদেষ্টা নিরপেক্ষভাবে তাঁর দায়িত্ব পালন করবেন।’
সংলাপে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখের বিষয়ে তিনটি বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুন। কিছু রাজনৈতিক দল ডিসেম্বর চেয়েছে। আমরা বলেছি, মে ও জুন মাস নির্বাচন করার জন্য উপযুক্ত সময় নয়। সে অনুযায়ী প্রধান উপদেষ্টার অঙ্গীকার রাখতে গেলে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায়।...আমরা বলেছি, এর মাঝে একটা তারিখ ঘোষণা করুক।’
এদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া দল এনসিপি বলেছে, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সংস্কারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আহ্বান জানিয়েছি, নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত হয়। নির্বাচনব্যবস্থা সংস্কার, নির্বাচন কমিশন আইন সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত।’
নির্বাচন, বিচার ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে কোনো কারণে যদি নির্বাচন পেছায়, তাহলে বাড়তি সময় কেন লাগবে, তা সরকারকেই ব্যাখ্যা করতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, তাঁরা কোন সংস্কারে কত দিন লাগবে, তার রোডম্যাপ দেওয়া; শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার দৃশ্যমান করা এবং ঠিক কোন মাসে নির্বাচন করা হবে, তার রোডম্যাপের দাবি জানিয়েছেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ঐকমত্য কমিশন কী অর্জন করতে চায়, তার লিখিত কাঠামো থাকা দরকার। অন্তর্বর্তী সরকার ১০ মাসে কী কী করেছে, তার আমলনামা বা খতিয়ান জনগণের কাছে দেওয়া দরকার।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভোট চেয়েছে। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আগামী জুনের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদের কাছ শেষ করতে আহ্বান জানিয়েছি। পাশাপাশি বিতর্কিত পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছি।’
জাতীয় গণফ্রন্ট নির্বাচন চেয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে।
প্রথম ধাপের সংলাপে রাজনৈতিক দলের পক্ষ থেকে নমনীয়তা লক্ষ করা গেছে উল্লেখ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলো দেখিয়েছে, তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব।’
গুরুত্বপূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে গতকাল সোমবার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি ও সমমনারা। অন্যদিকে জামায়াতে ইসলামী ডিসেম্বর থেকে আগামী এপ্রিলের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ চেয়েছে। প্রধান উপদেষ্টা এদিন আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ‘চমৎকার’ জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে।
গতকাল বিকেল ৫টার দিকে রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়। এতে প্রথমে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; এরপর এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে ২৮টি রাজনৈতিক দল ও জোটের ৩৪ জন প্রতিনিধি অংশ নেন। বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, সিপিবিসহ ২৭টি দলের নেতারা বক্তব্য দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম দিনের সংলাপ শেষ হয়। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সংবিধানের আলোচিত-বিতর্কিত ৭০ অনুচ্ছেদ, দুই কক্ষের সংসদ, সংসদীয় স্থায়ী কমিটি এবং সংরক্ষিত মহিলা আসন নিয়ে সুপারিশের বিষয়ে আলোচনা হবে বলে সূত্রে জানা গেছে।
কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস তাঁর সূচনা বক্তব্যে বলেন, ‘আমরা তো বিভক্তকরণের প্রক্রিয়ার রাজনীতি সৃষ্টি করিনি; আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আশা করি, আমরা সেই পর্বে ঢুকতে পারব। চমৎকার একটা জুলাই সনদ তৈরি করতে পারব।’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের সংলাপে অনেকগুলো বিষয়ে একমত হওয়া এবং দ্বিতীয় পর্বের সংলাপে কাছাকাছি থাকা আরও কিছু বিষয়ে ঐকমত্য হওয়ার চেষ্টার কথা জানিয়ে ড. ইউনূস বলেন, এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে।
সংলাপের দ্বিতীয় ধাপের বিষয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘অনেকগুলো বিষয় আছে, (যা) কাছাকাছি এসে গেছে। আরেকটু হলেই আমাদের ঐকমত্যের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হয়। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’
নির্বাচন নিয়ে বিএনপির দাবি
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এর আগেই জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংস্কার, সেগুলো চিহ্নিত করে ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শুধু সংবিধান ব্যতীত অন্যান্য যে সংস্কার আছে, তা নির্বাহী আদেশে বা অধ্যাদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। যেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটি কারণও নেই।’
বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। সমমনা ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমও সাংবাদিকদের কাছে দাবি করেন, বক্তব্য দেওয়া ২৬ নেতার মধ্যে ২৩ জনই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন। তবে সূত্রে জানা গেছে, বিএনপি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, আমজনতার দল, লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ জাসদ ও বিএলডিপি—এ আটটি দল জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বৈঠকে অধিকাংশ দলই ডিসেম্বরের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি, প্রধান উপদেষ্টা নিরপেক্ষভাবে তাঁর দায়িত্ব পালন করবেন।’
সংলাপে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখের বিষয়ে তিনটি বক্তব্য এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুন। কিছু রাজনৈতিক দল ডিসেম্বর চেয়েছে। আমরা বলেছি, মে ও জুন মাস নির্বাচন করার জন্য উপযুক্ত সময় নয়। সে অনুযায়ী প্রধান উপদেষ্টার অঙ্গীকার রাখতে গেলে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায়।...আমরা বলেছি, এর মাঝে একটা তারিখ ঘোষণা করুক।’
এদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া দল এনসিপি বলেছে, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সংস্কারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আহ্বান জানিয়েছি, নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত হয়। নির্বাচনব্যবস্থা সংস্কার, নির্বাচন কমিশন আইন সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত।’
নির্বাচন, বিচার ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে কোনো কারণে যদি নির্বাচন পেছায়, তাহলে বাড়তি সময় কেন লাগবে, তা সরকারকেই ব্যাখ্যা করতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, তাঁরা কোন সংস্কারে কত দিন লাগবে, তার রোডম্যাপ দেওয়া; শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার দৃশ্যমান করা এবং ঠিক কোন মাসে নির্বাচন করা হবে, তার রোডম্যাপের দাবি জানিয়েছেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ঐকমত্য কমিশন কী অর্জন করতে চায়, তার লিখিত কাঠামো থাকা দরকার। অন্তর্বর্তী সরকার ১০ মাসে কী কী করেছে, তার আমলনামা বা খতিয়ান জনগণের কাছে দেওয়া দরকার।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভোট চেয়েছে। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আগামী জুনের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদের কাছ শেষ করতে আহ্বান জানিয়েছি। পাশাপাশি বিতর্কিত পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছি।’
জাতীয় গণফ্রন্ট নির্বাচন চেয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে।
প্রথম ধাপের সংলাপে রাজনৈতিক দলের পক্ষ থেকে নমনীয়তা লক্ষ করা গেছে উল্লেখ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলো দেখিয়েছে, তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫