কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সরকার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় শীর্ষ কূটনীতিক কাজী আনারকলিকে প্রত্যাহার করেছে। ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন পদে কর্মরত আনারকলিকে ঢাকায় ফিরতে নির্দেশ দেওয়া হয় গত ৫ জুলাই। তিনি এরই মধ্যে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।
ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বাসায় অভিযান চালিয়ে ‘মারিজুয়ানা পেয়েছে’ এবং তাঁকে প্রত্যাহার করতে সে দেশের সরকার অনুরোধ করেছে, জাকার্তা থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এমন বার্তার ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে জাকার্তা মিশনের ডেপুটি চিফ অব মিশনকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ইন্দোনেশিয়া সরকারের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।’
এই অভিযোগের বিষয়ে কাজী আনারকলির সঙ্গে আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হলে তিনি ‘তদন্ত চলমান’ থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তাঁর ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্রগুলো দাবি করেছে, আনারকলি কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ‘গাত্রদাহের’ কারণ হয়েছেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম আজ সাংবাদিকদের জানিয়েছেন, কূটনীতিকের বাসায় মাদকদ্রব্য পাওয়ার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে।
তিনি বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। এটি আমাদের জন্য বিব্রতকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উচ্চ মর্যাদা, সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাকার্তায় আনারকলির এক বন্ধু ছিলেন, তিনি অন্য দেশের নাগরিক। এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়ার পুলিশ তাঁর কাছেও যেতে পারে। ঘটনাটি কি আনারকলি করেছেন, না তাঁর বন্ধু করেছেন তা তদন্তে বেরিয়ে আসবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ দূতাবাসের তৎকালীন কূটনীতিক কাজী আনারকলির গৃহকর্মী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে এ খবর গণমাধ্যমে আসে। এই ঘটনার মধ্যে ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার হিসেবে বদলি করা হয়।
এ ছাড়া ২০১৭ সালের জুন মাসে শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন ও ভয় দেখিয়ে বিনা বেতনে কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করে। পরে মুচলেকা দিয়ে তিনি জামিন পান। এর কয়েক দিন পর জাতিসংঘে কর্মরত কূটনীতিক হামিদুর রশিদের বিরুদ্ধে নির্যাতন ও বেতন কম দেওয়ার অভিযোগ তোলেন তাঁর গৃহকর্মী। এ ঘটনায় হামিদুর রশীদকেও গ্রেপ্তার করা হয়।
জাতীয় খবর সম্পর্কিত আরও পড়ুন:
সরকার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় শীর্ষ কূটনীতিক কাজী আনারকলিকে প্রত্যাহার করেছে। ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন পদে কর্মরত আনারকলিকে ঢাকায় ফিরতে নির্দেশ দেওয়া হয় গত ৫ জুলাই। তিনি এরই মধ্যে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।
ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বাসায় অভিযান চালিয়ে ‘মারিজুয়ানা পেয়েছে’ এবং তাঁকে প্রত্যাহার করতে সে দেশের সরকার অনুরোধ করেছে, জাকার্তা থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এমন বার্তার ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে জাকার্তা মিশনের ডেপুটি চিফ অব মিশনকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ইন্দোনেশিয়া সরকারের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।’
এই অভিযোগের বিষয়ে কাজী আনারকলির সঙ্গে আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হলে তিনি ‘তদন্ত চলমান’ থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তাঁর ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্রগুলো দাবি করেছে, আনারকলি কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ‘গাত্রদাহের’ কারণ হয়েছেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম আজ সাংবাদিকদের জানিয়েছেন, কূটনীতিকের বাসায় মাদকদ্রব্য পাওয়ার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে।
তিনি বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। এটি আমাদের জন্য বিব্রতকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উচ্চ মর্যাদা, সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাকার্তায় আনারকলির এক বন্ধু ছিলেন, তিনি অন্য দেশের নাগরিক। এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়ার পুলিশ তাঁর কাছেও যেতে পারে। ঘটনাটি কি আনারকলি করেছেন, না তাঁর বন্ধু করেছেন তা তদন্তে বেরিয়ে আসবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ দূতাবাসের তৎকালীন কূটনীতিক কাজী আনারকলির গৃহকর্মী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে এ খবর গণমাধ্যমে আসে। এই ঘটনার মধ্যে ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার হিসেবে বদলি করা হয়।
এ ছাড়া ২০১৭ সালের জুন মাসে শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন ও ভয় দেখিয়ে বিনা বেতনে কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করে। পরে মুচলেকা দিয়ে তিনি জামিন পান। এর কয়েক দিন পর জাতিসংঘে কর্মরত কূটনীতিক হামিদুর রশিদের বিরুদ্ধে নির্যাতন ও বেতন কম দেওয়ার অভিযোগ তোলেন তাঁর গৃহকর্মী। এ ঘটনায় হামিদুর রশীদকেও গ্রেপ্তার করা হয়।
জাতীয় খবর সম্পর্কিত আরও পড়ুন:
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫