নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ছয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তাঁরা হলেন-মোজাম্মেল হোসেন সায়মন, শেখ আবদুল্লাহ, আরাফাত শামস ওরফে সিয়াম ও আসাদুল্লাহ।
দুপুর ১২টায় বিচারক রায় ঘোষণা শুরু করেন। তিনি রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায়ে এই চারজনসহ মেজর জিয়া ও আকরাম হোসেন ওরফে আবির আদনানকে ফাঁসর দণ্ড দেওয়া হয়। রায় শোনার সঙ্গে সঙ্গে কাঠগড়ায় থাকা চার আসামি সমস্বরে বলে ওঠেন, ‘আলহামদুলিল্লাহ’!
তাঁরা রায় শুনে অত্যন্ত খুশি হন। তাঁরা বলেন, ‘আমরা আজ সফল। আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এই সব তাগুতে আইন আমাদের পায়ের নিচে। জুলহাজ-তনয়কে হত্যা করায় আমাদের কোনো অনুশোচনা নেই।’
বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। তখন থেকেই তাঁদের বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কখনো কখনো উচ্চ স্বরে কথাও বলছিলেন তাঁরা। তাঁদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। পুলিশের সঙ্গেও তাঁরা উচ্চ স্বরে কথা বলেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি-না সে ব্যাপারে আসামিরা কিছু বলেননি। তবে তাঁদের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গোলাম ছারোয়ার খান জাকির বলেন, আসামিদের উপযুক্ত শাস্তি হয়েছে। তাঁরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ করেছেন।
জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ছয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তাঁরা হলেন-মোজাম্মেল হোসেন সায়মন, শেখ আবদুল্লাহ, আরাফাত শামস ওরফে সিয়াম ও আসাদুল্লাহ।
দুপুর ১২টায় বিচারক রায় ঘোষণা শুরু করেন। তিনি রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায়ে এই চারজনসহ মেজর জিয়া ও আকরাম হোসেন ওরফে আবির আদনানকে ফাঁসর দণ্ড দেওয়া হয়। রায় শোনার সঙ্গে সঙ্গে কাঠগড়ায় থাকা চার আসামি সমস্বরে বলে ওঠেন, ‘আলহামদুলিল্লাহ’!
তাঁরা রায় শুনে অত্যন্ত খুশি হন। তাঁরা বলেন, ‘আমরা আজ সফল। আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এই সব তাগুতে আইন আমাদের পায়ের নিচে। জুলহাজ-তনয়কে হত্যা করায় আমাদের কোনো অনুশোচনা নেই।’
বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। তখন থেকেই তাঁদের বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কখনো কখনো উচ্চ স্বরে কথাও বলছিলেন তাঁরা। তাঁদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। পুলিশের সঙ্গেও তাঁরা উচ্চ স্বরে কথা বলেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি-না সে ব্যাপারে আসামিরা কিছু বলেননি। তবে তাঁদের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গোলাম ছারোয়ার খান জাকির বলেন, আসামিদের উপযুক্ত শাস্তি হয়েছে। তাঁরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ করেছেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫