নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের হাওর এলাকায় বাধ নির্মাণের কারণে সেখানকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই হাওরে আর বাধ নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের উদ্যোগে পরিবেশ দূষণ ও এবং প্রতিকার শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতাই হলো প্রথম পদক্ষেপ। যেটা খুবই দরকার। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই সচেতন। তার নানা কাজের মধ্যে তার প্রমাণ আছে। তিনি আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা দেন। আমরা কাজ করি। তিনি হাওর অঞ্চলে আর বাধ বা নির্মাণ না করার জন্য নির্দেশ দিয়েছেন। যেটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী হাওরে আর বাধ নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের সেন্ট্রাল পলুয়েশন বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস পি গৌতম। তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে দরিদ্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাদের প্রতি সাহায্যের পরিমাণ বাড়াতে হবে। যদি শিল্পায়নের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তা আবার পরিবেশের মধ্যেই ফিরে আসে। এর মধ্য দিয়ে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়। ভিন্ন কিছু পদক্ষেপ নিলে পরিবেশ দূষণ কমানো যেতে পারে। যেমন রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যায়।
সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিআরডি এর প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।
দেশের হাওর এলাকায় বাধ নির্মাণের কারণে সেখানকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই হাওরে আর বাধ নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের উদ্যোগে পরিবেশ দূষণ ও এবং প্রতিকার শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতাই হলো প্রথম পদক্ষেপ। যেটা খুবই দরকার। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই সচেতন। তার নানা কাজের মধ্যে তার প্রমাণ আছে। তিনি আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা দেন। আমরা কাজ করি। তিনি হাওর অঞ্চলে আর বাধ বা নির্মাণ না করার জন্য নির্দেশ দিয়েছেন। যেটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী হাওরে আর বাধ নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের সেন্ট্রাল পলুয়েশন বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস পি গৌতম। তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে দরিদ্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাদের প্রতি সাহায্যের পরিমাণ বাড়াতে হবে। যদি শিল্পায়নের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তা আবার পরিবেশের মধ্যেই ফিরে আসে। এর মধ্য দিয়ে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়। ভিন্ন কিছু পদক্ষেপ নিলে পরিবেশ দূষণ কমানো যেতে পারে। যেমন রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যায়।
সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিআরডি এর প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২০ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২০ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২০ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২০ দিন আগে