Ajker Patrika

এইচএসসি পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ১৬
এইচএসসি পরীক্ষা সম্পর্কে  শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

আগামী মাসে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কাল বৃহস্পতিবার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সভার পর বিকাল চারটায় শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। অবশ্য অন্যান্য বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা শুরু হবে ডিসেম্বরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত